Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বিশালদেহী ডলফিনের দেহ ভেসে এল বকখালিতে! দেহ তুলতে লাগল JCB, কোথা থেকে এল?

প্রকাণ্ড ডলফিনের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বকখালির সমুদ্র সৈকতে। সমুদ্রতটে ২০ ফুট দৈর্ঘ্যের দৈত্যাকৃতি ডলফিনের (Dolphin) নিথর দেহ। সৈকতে ঘুরতে ঘুরতে পর্যটকদের তা চোখে পড়া মাত্রই তীব্র চাঞ্চল্য ছড়াল ডায়মন্ড হারবারের বকখালিতে (Bakkhali)। নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে খবর। রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে বকখালির ফ্রেজারগঞ্জের সমুদ্র সৈকতে। বিশালাকার ডলফিনটি দেখতে সৈকতে ভিড় করেন অন্যান্য পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। খবর পাঠানো হয় ফ্রেজারগঞ্জ উপকূল থানা এবং বনদপ্তরে। এত ভারী জলজ প্রাণীটিকে রীতিমতো জেসিবির সাহায্যে তোলা হয় ট্রাকে।

প্রাথমিক তদন্তে বন দফতরের অনুমান, বড় কোনও জাহাজের ধাক্কা খেয়ে সমুদ্রের উপকূলে চলে আসে ডলফিনটি। আঘাত লাগার কারণেই মৃত্যু হয়েছে তার। ময়নাতদন্তের রিপোর্টেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিক অনুমান, সাধারণত এরা ৩০ থেকে ৩৫ বছর পর্যন্ত বাঁচে। এটি পূর্ণবয়স্ক হওয়ার কারণেই মৃত্যু হয়েছে।

dolphin recovered from seabeach of bokkhali

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর রাতে স্থানীয় কয়েকজন মৎস্যজীবী সমুদ্রে মাছ ধরতে বেরিয়েছিলেন। তাঁরাই প্রথমে সমুদ্রের ধারে ওই বিশালকার ডলফিনের দেহ দেখতে পান। তারপর সকাল হতেই স্থানীয় বাসিন্দারা ডলফিনটিকে ওই ভাবেই সমুদ্রের উপকূলে পড়ে থাকতে দেখেন। এরপর তাঁরাই বকখালির বন দফতরে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বন দফতরের কর্মীরা। তাঁরাই এই মৃত ডলফিন থেকে উদ্ধার করে নিয়ে যান।স্থানীয়রা জানিয়েছেন, এর আগে ফ্রেজারগঞ্জের মানুষটা এত বড় ডলফিন কোনওদিনও দেখেননি।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে কোচবিহারে বিরল প্রজাতির ডলফিন কেটে মাংস বিক্রি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এক মৎস্য ব্যবসায়ীকে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এক মৎস্যজীবী আক্কাস আলি প্রায় ২৫ কেজি ওজনের একটি ডলফিন শিকার করে সেটিকে সাড়ে ৬,৫০০ টাকায় সমীর শেখ নামের এক মাছ ব্যবসায়ীকে বিক্রি করে দেয়। অভিযোগ ওঠে, সমীর ডলফিনটি ধারালো অস্ত্র দিয়ে কেটে টুকরো টুকরো করে তার মাংস বিক্রি করার উদ্দেশ্যে বাজারে নিয়ে গিয়েছিল। সেখান থেকেই অভিযুক্তকে গ্রেফতার করে বন দফতরের কর্মীরা।

Related posts

বাচ্চা কোলে বাড়িতে এসে খাবার চাইতো ওরা.. সামান্য অসতর্ক হলেই ঘটিয়ে ফেলত কান্ড

News Desk

শ্মশানের বুকে রমরমিয়ে চলছিল মৃতদের ছাই অস্থি নিয়ে ব্যাবসা! সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

News Desk

পানীয় জল পান করে মৃত্যু হলো তিনজনের, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আরো ৬০ জন

News Desk