Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ফের ঊর্ধ্বমুখী দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যা, কেরলের সংক্রমন চিন্তা বাড়াচ্ছে তৃতীয় ঢেউয়ের

আসন্ন তৃতীয় ঢেউয়ের মুখে ভারতের দৈনিক করোনা গ্রাফ যেন নতুন করে বাড়াচ্ছে উদ্বেগ। শনিবার নিয়ে পর পর চারদিন দেশের দৈনিক সংক্রমণ ৪০ হাজারের উপরেই রয়ে গেল। শুধু তাই নয়, এই নিয়ে বেশ কয়েকদিন ধরে ক্রমাগত বাড়ছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। বিশেষ করে চিন্তা বাড়াচ্ছে কেরলের প্রতিদিনের করোনা সংক্রমণ। যা আশঙ্কা বাড়াচ্ছে তৃতীয় ঢেউয়ের। যদিও কেরালার স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ, করোনা সংক্রমন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। পর্যাপ্ত টিকার যোগানের অভাবে সমস্যা হচ্ছে।

শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ হাজার ৬৪৯ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে অনেকটাই কম। এর আগের দিন অর্থাৎ শুক্রবার দেশের করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৪ হাজার ২৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৫০৯ জন। তার আগের দিন অর্থাৎ বুধবার দেশে সংক্রমিত হয়েছিলেন ৪৩ হাজার ৬৫৪ জন। এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার দেশে করোনা সংক্রমিত হয়েছিলেন ২৯ হাজার ৬৮৯ জন। তার আগের দিন অর্থাৎ সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ৩৯ হাজার ৩৬১। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৫ লক্ষ ১৩ হাজার ৯৯৩ জন।

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৭ হাজার ২৯১ জন। এই নিয়ে করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ কোটি ৭ লক্ষ ৮১ হাজারের বেশি মানুষ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৯৩ জনের। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫৫৫ জন। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের তুলনায় সামান্য কম। এর আগের দিন করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৬৪০ জন। এর আগের দিনও করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬৪০। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী করোনায় মৃত্যু হয়েছে ৪১৫ জনের। তার আগের দিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১৬ জন অর্থাৎ সোমবার দিন। তার আগের দিন অর্থাৎ রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক মৃতের সংখ্যা ছিল ৫৩৫। এই নিয়ে করোনা ভাইরাসের হানায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৩ হাজার ৮১০ জনে।

দেশে বর্তমান করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৯২০ জন। করোনা টিকার ডোজ পেয়েছেন ৪৬ কোটি ১৫ লক্ষ ১৮ হাজার ৪৭৯ জন।

Related posts

বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ঘরে এনে যুবকের কুকর্ম! ঠাকুমা ঢুকে পড়তেই যা দেখলো

News Desk

‘৭০০ জন পুরুষের সাথে যৌনসম্পর্ক, কিন্তু তাও লজ্জিত নই…’ টিভি অভিনেত্রীর বিস্ফোরক বয়ান

News Desk

প্রসাদে খেলনা এরোপ্লেন চড়াতে হয় এই গুরুদ্বারায়! জানেন এরোপ্লেন গুরুদ্বারার ব্যাপারে?

News Desk