Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

পশ্চিমবঙ্গেও চালু হয়ে গেল এক দেশ এক রেশন কার্ড? জেনে নিন এর ফলে কী কী সুবিধা পাবেন সাধারণ মানুষ?

এলো বাংলার রেশন গ্রাহকদের জন্য এক বিশেষ সুখবর। আগামী ২রা অগাস্ট থেকে এই রাজ্যে চালু হচ্ছে এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা।

রাজ্যসভা অধিবেশনে এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানান,’ দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রায় ২২ কোটি রেশন কার্ড উপভোক্তা ও জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের (National Food Security Act) আওতায় থাকা প্রায় ৭১ কোটি মানুষের রেশন-আধার সংযোগ স্থাপন হয়েছে।’ এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা সর্বপ্রথম চালু হয়েছিল দেশের রাজধানী দিল্লিতে। প্রসঙ্গত দেশজুড়ে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ৩১ জুলাইয়ের মধ্যে কেন্দ্রের ‘এক দেশ, এক রেশন কার্ড’ প্রকল্প (One Nation One Ration Card) বাস্তবায়িত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গেও (West Bengal) চালু হয়ে গেল এই প্রকল্প।

One Nation One Ration Card Available in West Bengal too

এর প্রকল্পের ফলে লাভবান হবে ভিনরাজ্যে বসবাসকারী মানুষরা। যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গ থেকে কাজের সুত্রে ভিন রাজ্যে যান, তাঁদের রেশনের লাভ পেতে সুবিধা হবে। অন্য দিকে, অন্য রাজ্য থেকে যাঁরা পশ্চিমবঙ্গে কাজে আসছেন, তাঁরাও একই ভাবে এই রেশন পরিষেবা পাবেন।

এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, ‘এত দিন যাঁরা এই রাজ্য থেকে অস্থায়ী কোনো কাজের সুত্রে অন্য কোনও রাজ্যে যেতেন, তাঁদের রেশন পেতে সমস্যা হতো। কারণ, তাঁদের রেশন কার্ড নথিভুক্ত থাকত পশ্চিমবঙ্গেরই কোনো একটি রেশনের দোকানের নাম। রাজ্য সরকার এক দেশ, এক কার্ড প্রকল্প রূপায়ণ করার পর, সেই সমস্যা আর থাকল না।’

তিনি আরো জানান, এখন থেকে পরিযায়ী শ্রমিকদের যাঁদের রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগ করা রয়েছে, তাঁরা অন্য যে কোনও রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের যে কোনও রেশনের দোকান থেকেই নিজের রেশন কার্ড দেখিয়ে খাদ্যসামগ্রী পেতে পারেন। অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে যাঁরা কাজে আসছেন, তাঁরা একই ভাবে সমান ভাবে উপকৃত হবেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের অগাস্ট মাসে প্রাথমিকভাবে দেশের চারটি রাজ্যে শুরু হয় এক দেশ এক রেশন কার্ড প্রকল্প। বর্তমানে তার প্রায় ২ বছর বাদে দেশের মোট ৩৩ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় প্রায় ৮৭ শতাংশ মানুষকে প্রকল্পভুক্ত করা হয়েছে।

বায়মেট্রিক সংযুক্ত রেশন ব্যবস্থা অথবা রেশন কার্ডের সাথে আধার সংযোগ থাকলেই দেশের যেকোনও জায়গা থেকে রেশন সংগ্রহ করতে পারবেন গ্রাহকেরা। সেই সব গ্রাহকরা যে রাজ্যই থাকুক না কেন রেশনের দোকানগুলিতে আধার নির্ভর ই-পাস যন্ত্রে তাদের তথ্য যাচাই করার পরই দেওয়া হবে রেশন।

শুধু তাই নয় এই এক দেশ এক রেশন কার্ডের আরও অনেকগুলি সুবিধা রয়েছে যার মধ্যে অন্যতম হল, সরকারের দ্বারা কারো মাথা পিছু কত পরিমাণ ও কী কী খাদ্যসামগ্রী বরাদ্দ করা রয়েছে, উপভোক্তারা তা নিজেদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানতে পারবেন। ফলে, রেশন ডিলারদের বিরুদ্ধে রেশন সামগ্রী নিয়ে যে তছরুপ করার অভিযোগ ওঠে, তার কিছুটা নিষ্পত্তি হবে।

Related posts

খুনের আসামিকে বিয়ে করতে গিয়েছিল কনে, বিয়ের দিন তার হাতেই নির্মম পরিণতি!

News Desk

দেশে করোনায় সামান্য কমল দৈনিক সংক্রমণ, কিছুটা কমল মৃত্যুও

News Desk

শ্রাদ্ধের সময় ব্রাহ্মণ ভোজনের আগে গরু, কুকুর, কাক ইত্যাদিকে খাবার উৎসর্গ করা হয় কেন

News Desk