দিনের পর দিন ক্রমশ চিন্তা ধরাচ্ছে দেশের করোনা সংক্রমণের গ্রাফ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া মঙ্গলবার সকালের রিপোর্ট অনুযায়ী স্রেফ একদিনে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৯৯ জন হয়েছে। যদি শেষ ২৪ ঘন্টার মৃতের সংখ্যা এটি নয়। একাধিক রাজ্য যখন মৃতের সংখ্যার হিসাব নিয়ে বসেছে তখন একদিনে এতটাই বেড়েছে সংখ্যাটা। তবে এখনও দেশের দৈনিক করোনা পরিসংখ্যান সার্বিকভাবে বেশ উদ্বেগের।
মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য জানাচ্ছে , দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৩ জন গত ২৪ ঘণ্টায়। গতকাল যা আড়াই হাজারের সামান্য বেশি ছিল। এর মধ্যে ১ হাজারের বেশি দিল্লিতেই আক্রান্ত। দিল্লিতে সব মিলিয়ে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেশ কিছুটা কমেছে। বর্তমানে ১৫ হাজার ৬৩৬ জন অ্যাকটিভ কেস। যা অনেকটাই কম গতকালের থেকে। গোটা দেশে আপাতত ০.০৪ শতাংশ অ্যাকটিভ কেসের হার। দৈনিক পজিটিভিটি রেটও কমে ০.৫৫ শতাংশ হয়েছে।
রিপোর্ট বলছে, একদিনে ১৩৯৯ জন করোনায় প্রাণ হারিয়েছেন। দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৫ লক্ষ ২৩ হাজার ৬২২ জন। দেশে সুস্থতার হার স্বস্তিজনক দিল্লির করোনা গ্রাফ চিন্তায় রাখলেও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৪ কোটি ২৫ লক্ষ ২৩ হাজার ৩১১ জন দেশে করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে ১ হাজার ৯৭০ জন গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন। ৯৮.৭৫ শতাংশ সুস্থতার হার।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে ১৮৭ কোটি ৯৫ লক্ষের বেশি ডোজ করোনার টিকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। এর মধ্যে ২২ লক্ষের বেশি গতকাল ভ্যাকসিন পেয়েছেন। গত এক সপ্তাহে দেশের আক্রান্তের সংখ্যা সার্বিকভাবে আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণ হয়ে গিয়েছে। তাই একাধিক রাজ্যে আগের মতোই মাস্ক ব্যবহার ফের বাধ্যতামূলক করা হচ্ছে। সোমবার মাস্ক বাধ্যতামূলক করার কথা কর্ণাটক এবং ছত্তিশগড় রাজ্য থেকে ঘোষণা করেছে। আরও একাধিক রাজ্য আগামী দিনে একই দিকে চলতে পারে।