Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

দেশের নিস্তার মিলছে না করোনার সংক্রমণ থেকে , বাড়লো দৈনিক সংক্রমণের সংখ্যা

Who এর তরফ থেকে গতকালই জানানো হয়েছে যে করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএ-২৭৫-এর সন্ধান ভারতে মিলেছে। এরপর থেকেই করোনার ছুটোর্থ ঢেউয়ের ডঙ্কা বাজতে শুরু করেছে দেশে। দেশের দৈনিক সংক্রমণের পরিসংখ্যান দেখলে তা আরও স্পষ্ট হচ্ছে। দেশের দৈনিক আক্রান্তের সংখ্যাটা পরপর দু’দিন ১৯ হাজারের কাছাকাছি থাকল। সেই সঙ্গে অ্যাকটিভ কেস এবং পজিটিভিটি রেটও উপরের দিকে থাকল।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮১৫ জন। যা প্রায় গতকালের মতই বলা চলে। দেশে করোনার অ্যাকটিভ কেস বর্তমানে ১ লক্ষ ২২ হাজার ৩৩৫ জন। যা ২ হাজার ৮৭৮ জন বেশি গতকালের থেকে। দেশে ০.২৮ শতাংশে পৌঁছে গিয়েছে অ্যাকটিভ কেস। সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির মধ্যে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বাংলা রয়েছে।

পরিসংখ্যান বলছে, একদিনে ৩৮ জন করোনায় প্রাণ হারিয়েছেন। কোভিডে দেশে মোট মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৫ লক্ষ ২৫ হাজার ৩৪৩ জন। সুস্থতার হারও করোনার দৈনিক আক্রান্তের পাশাপাশি চিন্তার।

রিপোর্ট অনুযায়ী, দেশে ৪ কোটি ২৯ লক্ষ ৩৭ হাজার ৮৭৬ জন এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় যার মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ১৫ হাজার ৮৯৯ জন। সুস্থতার হার কমে ৯৮.৫১ শতাংশ দাঁড়িয়েছে।

বুস্টার ডোজে জোর দিচ্ছে কেন্দ্র, কোভিডের সংক্রমণ রুখতে। স্বস্তির খবর এই যে , ভারতবাসীর মধ্যে তেমন অনীহা নেই ভ্যাকসিন নিতে। এক সমীক্ষায় দেখা গিয়েছে করোনার ভ্যাকসিন নিতে আগ্রহী ৮৯ শতাংশ ভারতবাসীই।

Related posts

১৭ বার তোপধ্বনিতে শেষকৃত্য সম্পন্ন দেশের প্রথম CDS জেনারেলের! সামিল হল ৮০০ সেনা

News Desk

ছেলে মানসিক ভারসাম্যহীন! বিরিয়ানির সাথে ঘুমের ওষুধ খাইয়ে খুন করে আত্মঘাতী বাবাও

News Desk

৩০ লাখের পলিসি করবে বলে বিমা এজেন্টকে হোটেলে ডেকে পাঠালো! এরপরই চলে অত্যাচার

News Desk