Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

রেকর্ড নামলো করোনার দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে অ্যাকটিভ কেস

সপ্তাহ খানেক পর দেশের কোভিড (COVID-19)গ্রাফে খানিকটা স্বস্তি। একদিনে সংক্রমণ নামল ১০ হাজারের নিচে। সামান্য কমেছে পজিটিভিটি রেটও। তবে সুস্থতার হার এবং ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের পরিসংখ্যানে উদ্বেগ জারি থাকছেই। এই পরিস্থিতিতে ফের স্বাস্থ্যবিধি কড়াকড়ি হবে কি না, তা নিয়ে আলোচনা নানা স্তরে। যদিও কেন্দ্র মনে করছে, কোনও নিয়মবিধি লাগু করার প্রয়োজন নেই আপাতত। গত ২৪ ঘণ্টায় বাংলাতেও করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে।

মঙ্গলবার দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৯৯২৩ জন, যা গত কয়েকদিন ১২ হাজারের বেশি ছিল। একদিনে দেশে কোভিডের বলি ১৭ জন। আর সুস্থ হয়েছেন ৭২৯৩ জন। সুস্থতার নিরিখে যা ৯৮.৬১ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে দেশে অ্যাকটিভ রোগীর (Active case) সংখ্যা ৭৯,৩১৩। আগেরদিনের তুলনায় যা ২৬১৮ বেশি। মোট আক্রান্তের তুলনায় অ্যাকটিভ কেস ০.১৮ শতাংশ। করোনার কবলে মৃত্যু হয়েছে দেশের ৫,২৪, ৮৯০ জনের। যা আক্রান্তের ১.২১ শতাংশ।

মহামারীর বিরুদ্ধে যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ভ্যাকসিনের (Corona vaccine) প্রয়োগের পথে হেঁটেছে কেন্দ্র। গত ২৪ ঘণ্টাতেও ১৩ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। এ নিয়ে মোট ১৯৬ কোটি ৩২ লক্ষের বেশি মানুষ করোনা ভ্যাকসিনের ডোজ পেয়েছেন। এদিকে, বেশ কয়েকটি রাজ্যের করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছে। বাংলারও কয়েকটি জেলা নিয়ে সতর্ক করেছে স্বাস্থ্যমন্ত্রক। হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দুই মেদিনীপুর নিয়ে উদ্বেগ জারি রয়েছে।

Related posts

বরফে ঢাকা উচ্চপাহাড়ে লড়াইয়ের জন্য ফের নতুন সেনাবাহিনী বানাচ্ছে চিন! কি বলছে রিপোর্ট

News Desk

প্রতি মাসে ইলেকট্রিক বিল দেখে মাথায় হাত? এই কয়েকটি টিপস মানলে অচিরেই কমবে বিলের টাকা

News Desk

গভীর রাতে ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে ‘গুলি’, আবারও উত্তপ্ত এলাকা

News Desk