Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

দেশের দৈনিক করোনা গ্রাফ আরও নিম্নমুখী , অ্যাকটিভ কেসও কমছে

ভারত কার্যত মুক্তি পেতে চলেছে ভয়ঙ্কর করোনা মহামারী থেকে। স্বাভাবিক জীবন যাত্রায় প্রায় সারা দেশ ফিরেছে কিন্তু তারপরও নিয়মিত কমছে দৈনিক আক্রান্ত এবং মৃতের সংখ্যা। পাশাপাশি কমছে অ্যাকটিভ কেসও। সবকটি পরিমাপকই এই মুহূর্তে বলছে করোনার তৃতীয় ধাক্কা থেকে দ্রুত মুক্তি পেতে চলেছে ভারত।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৬৬ জন গত ২৪ ঘণ্টায়। যা সামান্য কম গতকালের তুলনায়। এই নিয়ে দেশের দৈনিক আক্রান্ত থাকছে ১৫ হাজারের নিচে টানা এক সপ্তাহের কাছাকাছি সময় ধরে। ভারতে করোনার পজিটিভিটি রেট এই মুহূর্তে ১.২৮ শতাংশ। আগের দিনের থেকে এই পজিটিভিটি রেট সামান্য বেশি হলেও উদ্বেগজনক নয়। সংক্রমণ গত কয়েক সপ্তাহে যেমন কমেছে তেমনই কমেছে দেশের মৃত্যুহার বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়ে। ভারতে করোনায় একদিনে প্রাণ হারিয়েছেন ৩০২ জন। দেশে কোভিডের বলি ৫ লক্ষ ১৩ হাজার ২২৬ জন এখনও পর্যন্ত।

স্বস্তি দিয়ে অ্যাকটিভ কেস একলাফে আরও খানিকটা কমেছে। বর্তমানে ১ লক্ষ ৩৪ হাজার ২৩৫ দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এর মধ্যে অ্যাকটিভ কেস কমেছে ১৪ হাজারের বেশি। করোনাজয়ীরা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে শক্তি জোগাচ্ছে। এখনও পর্যন্ত ৪ কোটি ২২ লক্ষ ৪৬ হাজার ৮৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৯৮.৪৯ শতাংশ সুস্থতার হার।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে প্রায় ১৭৬ কোটি ৮৬ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে এখনও পর্যন্ত। গত ২৪ ঘণ্টায় এর মধ্যে ভ্যাকসিন পেয়েছেন ৩২ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি টেস্টিংও আগের মতোই চলছে। গতকাল যেমন নমুনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ৩০ হাজারের কাছাকাছি মানুষের।

Related posts

টিকটকের ‘ব্ল্যাকআউট চ্যালেঞ্জ’ চ্যালেঞ্জ নিয়ে ঘনিয়ে আসছে মৃত্যু! প্রাণ হারাচ্ছে বহু তরুণ

News Desk

‘নাবালিকার মধ্যে নাকি অশুভ আত্মা..’ ভুত ছাড়ানোর নামে ধর্ষনের চেষ্টা তান্ত্রিকের, তারপর..

News Desk

সকালে ঘুম থেকে উঠে ভুলেও এই জিনিসগুলি দেখবেন না, দিন খারাপ যেতে পারে! জানাচ্ছে বাস্তু

News Desk