Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ভাগ্য সহায় হলনা কেকেআর এর! চতুর্থবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই সুপার কিংস

দুবাইয়ে আইপিএল ২০২১ (IPL 2021) এর সেকেন্ড লেগে দুর্দান্ত কামব্যাক করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্লে অফে কোয়ালিফাই করে পর পর বিরাট কোহলির আরসিবি আর ঋষভ পন্থের দিল্লীকে হারিয়ে আশা জাগিয়েছিল কেকেআর। কিন্তু শেষ অবধি আর চ্যাম্পিয়ন হওয়ার আশা সফল হলো না। কেকেআর কে ২৭ রানে হারিয়ে চতুর্থবারের জন্য আইপিএল চ্যাম্পিয়নের শিরোপা জিতল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

কেকেআর ফাইনালে ওঠার পর বহু কেকেআর সমর্থক আশা করেছিলেন ২০১২ সালের পুনরাবৃত্তি হবে। প্রসঙ্গত ২০১২ সালের আইপিল ফাইনালে তিন উইকেটে ১৯০ রান তুলেছিল চেন্নাই। জবাবে গৌতম গম্ভীর এর টিম সেই রান চেস করে চ্যাম্পিয়ন হয়েছিল। মনবিন্দর বিসলার এক দুর্দান্ত ইনিংসে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা। কিন্তু এই আইপিএল ফাইনালে তেমনটা আর ঘটল না।

টসে জিতে কেকেআর ক্যাপ্টেন ইয়ন মর্গান প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। সিএসকের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ফ্যাফ ডুপ্লেসী কে আউট করার মোক্ষম সুযোগ পেয়েও ব্যার্থ হয় দীনেশ কার্তিক। দুর্দান্ত ব্যাট করেন ফ্যাফ ডুপ্লেসী এবং রবিন উথাপ্পা। ৫৯ বলে ৮৬ রান করে কলকাতা কে একাই চাপে ফেলে দেয় ফ্যাফ ডুপ্লেসী। সিএসকের ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ১৯২ রান। জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের শুরুটা বেশ ভালো হয়। কিন্তু ভেঙ্কটেশ আইয়ার আর শুভমান গিল আউট হতেই চিত্র পাল্টে যায়। ওপেনিং জুটি তে ৯১ তুলে তারপর মাঝের ওভারে ধীরে ব্যাটিং এবং রান তারা করতে গিয়ে পরপর উইকেট খোয়ানোয় ম্যাচ থেকে হারিয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। ফলে জয়ের লক্ষ্য থেকে ২৭ রানে পেছনেই কেকেআরকে থামিয়ে দিয়ে চতুর্থবার আইপিএল জিতে নিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।

পুরো টুর্নামেন্ট জুড়েই ভালো খেলছেন না অধিনায়ক ইয়ন মর্গান। গুরুত্বপূর্ণ ম্যাচেও তিনি কিছুই করতে পারলেন না। আগের দুই ম্যাচের প্রায় ভাগ্যের জোরে জিতে আসার পর সেই ভুল থেকেও কিছুই শিক্ষা নেয়নি কলকাতার ক্যাপ্টেন এবং বেশ কিছু প্লেয়ার সেটা স্পষ্ট। ভাগ্য যে রোজ রোজ বাঁচাতে পারে না সেটা হয়ত মর্গান ভুলে গেছিলেন। অথএব শেষ অবধি শিভাম মাভি আর লকি ফার্গুসন একটা চেষ্টা করলেও ১৬৫ রানে থামতে হল কেকেআর কে। ট্রফি ছিনিয়ে নিয়ে গেল ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি।

Related posts

স্নেক ভেনম বিয়ার! মাত্র এক বোতল পান করলেই হতে পারে মৃত্যুও

News Desk

শারীরিক অস্থিরতা, আচমকাই অসুস্থ দীপিকা পাড়ুকোন! ভর্তি করা হলো হসপিটালে

News Desk

মনস্কামনা পূর্ণ করতে টানা ১৬টি শুক্রবার পালন করুন এই দেবীর ব্রত! জানুন ব্রত পালনের পদ্ধতি

News Desk