Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ইনস্টাগ্রামের সর্বাধিক ধনী , রোনাল্ডোর একটি ইনস্টাগ্রাম পোস্টের দাম কত কোটি টাকা জানলে চমকে উঠবেন

সোশ্যাল মিডিয়া তে ফলোয়ার হিসাবে ক্রিস্টিয়ানো রোনালদোর আশে পাশেও কেউ নেই। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম মিলিয়ে ৫৩ কোটির কাছাকাছি মানুষ তাঁকে ফলো করেন। শুধু মাত্র ইনস্টাগ্রামেই তাঁর ফলোয়ার সংখ্যা ৩০ কোটি ৮০ লাখ মানুষ। এই পর্তুগিজ ফুটবল তারকার জনপ্রিয়তা সারা বিশ্বে অত্যন্ত বেশি। এবারে গোল সংখ্যার পাশাপাশি নতুন মুকুট উঠলো তার মাথায়। চলতি বছরে ইনস্টাগ্রাম ধনী ব্যক্তি হিসাবে তালিকার শীর্ষে উঠলেন রোনাল্ডো।

Cristiano Ronaldo Tops Instagram Rich List know his earning

জানেন কি ইনস্টাগ্রামে একটি মাত্র স্পন্সরড পোস্টের মাধ্যমে রোলান্ডো কত টাকা উপার্জন করেন। এই বিপুল টাকার অঙ্ক সাধারন মানুষের কল্পনারও বাইরে। ইনস্টাগ্রামে শুধু মাএ একটি স্পনশর পোস্টেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আয় করেন প্রায় ১৬ লক্ষ আমেরিকান ডলার। ভারতীয় টাকায় এই অঙ্ক দাড়ায় প্রায় ১১কোটি ৯৫ লক্ষ টাকা।

হুপার এইচকিউ’-এর করা একটি সাম্প্রতিক সমীক্ষায় এই তথ্য বেরিয়ে এসেছে। ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরেই রয়েছেন হলিউডের অভিনেতা ডোয়েইন জনসন। ফুটবল তারকাদের মধ্যে মেসি এবং নেইমার অবশ্য প্রথম কুড়ি জন ইন্সটাগ্রামে ধনী ব্যাক্তির তালিকায় রয়েছেন। আর্জেন্টিনা ফুটবল তারকা মেসি রয়েছেন ৮ নম্বরে , আর ব্রাজিল ফুটবল তারকা নেইমার রয়েছেন ১৬ নম্বরে। তাদের আয় যথাক্রমে ১১ লক্ষ ৬৯ হাজার মার্কিন ডলার আর ৮ লক্ষ ২৪ হাজার ডলার।

কিন্তু কি কারণ যে রোনাল্ডো এত টাকা পান একটি পোস্ট থেকে। কারণ তার বিপুল পরিমাণ অনুসারীসংখ্যা। ২০১৯ সালের একটি সমীক্ষায় দেখা গেছে, ইনস্টাগ্রামে পণ্যের বিপণন করার জন্য একটি পোস্ট বাবদ ৯ লাখ ৭৫ হাজার ডলার আয় দাবী করতে পারেন রোনালদো। এরপর সাম্প্রতিক সময়ে ‘হুপার এইচকিউ’-এর গবেষণায় বেরিয়ে এসেছে তার টাকার অঙ্ক।

Related posts

গাড়িতেই উঠলো প্রসব বেদনা! অটোপাইলট মোডে গাড়ি রেখে সন্তানের জন্ম দিলেন মহিলা

News Desk

কম উচ্চতার মেয়েরা কোন ৪টি পজিশনে যৌনতা বেশি উপভোগ করতে পারে? জানা আছে?

News Desk

চিনিতে মেশানো আছে কি ক্ষতিকারক ইউরিয়া! বুঝবেন কী ভাবে রইল হদিশ

News Desk