Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

দক্ষিণ আমেরিকায় মিলল করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ল্যাম্বদা’ , ছড়িয়ে পড়েছে ২৯টি দেশে

দক্ষিণ আমেরিকায় মিলল করোনা ভাইরাসের একটি নতুন বিপদজনক প্রজাতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই ঘোষণা করা হল। ‘ল্যাম্বদা’ (Lambda) নামের একটি নতুন ধরন পাওয়া গিয়েছে শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। তাদের আশঙ্কা দক্ষিণ আমেরিকা থেকেই ছড়িয়ে পড়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। ইতিমধ্যেই বিশ্বের ২৯টি দেশে খোঁজ মিলেছে করোনার এই নতুন ধরনের। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু (WHO) জানিয়েছে, করোনার এই নতুন প্রজাতি অত্যন্ত বিপজ্জনক। একজনের শরীরে ‘ল্যাম্বদা’ প্রজাতির করোনা উপস্থিত থাকলে তার থেকে অন্যদের শরীরে ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভবনা। শরীরে উপস্থিত অ্যান্টিবডির তুলনায় করোনাভাইরাস কে বেশি শক্তিশালী করে তুলছে এই নতুন প্রজাতি ‘ল্যাম্বদা’। এই প্রজাতি করোনা সংক্রমনের গতি অনেক তীব্রতর করে তুলছে এমনটাই আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

হু (WHO) জানিয়েছে, দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে প্রচুর হারে ‘ল্যাম্বদা’-র উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে। পেরুতে এই বছরের এপ্রিলে যত সংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে ৮১ শতাংশের শরীরেই ‘ল্যাম্বদা’-র প্রজাতির উপস্থিতির খোঁজ পাওয়া গিয়েছে। চিলিতে গত ২ মাসে যতজন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের ৩২ শতাংশের শরীরে ‘ল্যাম্বদা’-র উপস্থিতি টের পাওয়া গিয়েছে। আর্জেন্তিনা, ইকুয়েডরের ইত্যাদি দেশেও করোনার ‘ল্যাম্বদা’-র উপস্থিতির পাওয়া গিয়েছে। ব্রাজিলে অবশ্য করোনার আরেকটি প্রজাতি ‘গামা’-র উপস্থিতি দেখা গিয়েছে।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এও বলা হয়েছে ‘ল্যাম্বদা’-র বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা এখনি যাবেনা। করোনার এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে গবেষণা চলছে। সেই গবেষণা সংক্রান্ত তথ্য সামনে এলে তবেই এ বিষয়ে নিশ্চিতভাবে মানুষকে জানানো যাবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

Related posts

কন্ডোম ব্যবহার পছন্দ নয়! বিয়ের পর প্রায় প্রতি বছরই সন্তানের জন্ম দিয়েছেন এই মহিলা

News Desk

মুখ্যমন্ত্রীর অধীনে কর্মরত, তাঁর নির্দেশ মেনে চলতে হয়, শোকজের উত্তর দিলেন আলাপন

News Desk

এই পেশার সঙ্গে যুক্ত কর্মীদের শীঘ্রই মিলতে পারে স্টাফ স্পেশাল ট্রেনে যাতায়াতের সুযোগ

News Desk