ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাত কিছুটা কমলেও এখনও যে পুরোপুরি অব্যাহতি মেলেনি করোনা গ্রাফেই সেটা স্পষ্ট। গত ২৪ ঘন্টায় ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যু সংখ্যা।
গত ১ দিনে করোনা সংক্রমিতের সংখ্যা ৪০ হাজারের আশেপাশে থাকলেও মৃত্যু সংখ্যা আবারও ১০০০ এর কাছে।
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৩৯৩ জন। বৃহস্পতিবারের রিপোর্ট তার আগের ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৮৯২ জন। এর আগের দিন অর্থাৎ বুধবার ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৩৩ জন। এর আগের দিন অর্থাৎ মঙ্গলবারের করোনা পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৩৪ হাজার ৭০৩। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৩৯ হাজার ৭৯৬ জনে।
এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৫২ হাজার ৯৫০ জনে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হেলথ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ৯১১ জন। যা আগের দিন অর্থাৎ বৃহস্পতিবারের তুলনায় কিছুটা বেশি। বৃহস্পতিবার করোনা তে মারা গিয়েছিল ৮১৭ জন।
ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৫ হাজার ৯৩৯।
ভারতে বর্তমানে করোনা দৈনিক সংক্রমণ ২.৪২ শতাংশ। বাড়ছে সুস্থতার হারও। দেশে করোনা কে জয় করে সুস্থতার হার ৯৭.১৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা কে হারিয়ে দেশে সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৪৫৯। এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার ভারতে করোনা কে হারিয়ে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪ হাজার ২৯১ জন। বুধবারে সুস্থ হয়েছেন মোট ৪৭ হাজার ২৪০ জন। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, সুস্থ হয়ে ওঠার সংখ্যা ছিল ৫১ হাজার ৮৬৪। সোমবারের পরিসংখ্যান বলছে, এই সংখ্যা ছিল ৪২ হাজার ৩৫২।
বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৭২৭ জন। এখনও অবধি টিকা পেয়েছেন ৩৬.৮৯ কোটি মানুষ।