Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

করোনা ভাইরাসের নতুন রূপ হতে পারে আরও সংক্রামক ও মারণ ক্ষমতা যুক্ত! সতর্কবার্তা হু-র

ওমিক্রন শেষ না হলেও অনেকটাই কমের দিকে, তাই দেশ তথা সারাবিশ্ব ওমিক্রনের ধাক্কা সামলে এগিয়ে চলার চেষ্টা করছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর এক সতর্কবার্তা আরও একবার চিন্তা ধরাচ্ছে মানুষের মনে।

হু-র পক্ষ থেকে সাম্প্রতিকতম সাংবাদিক সম্মেলনে অতিমারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারখভ আশঙ্কা প্রকাশ করলেন যে, কোভিডের যে নয়া রূপ আসতে চলেছে আগামী দিনে, সেটি অনেক বেশি ক্ষতিকর ওমিক্রনের তুলনায় ও সংক্রামক হতে পারে। কারখভ বলেন, ‘‘চিন্তার কারণ হবে পরের যে রূপটি তা নিশ্চিত ভাবেই অনেক বেশি সংক্রামক হতে চলেছে। কারণ সেটিকে ছাপিয়ে যেতে হবে বর্তমান রূপগুলিকে। আসল প্রশ্ন হল, কতটা বেশি হবে আগামী রূপগুলির মারণ ক্ষমতা।’’ পাশাপাশি তাঁর মতে, আরও সহজে টিকাকে এড়িয়ে যেতেও সক্ষম হবে আগামী রূপগুলি। কাজেই কোনও রকম আশা এখনই দেখা যাচ্ছে না অতিমারি শেষ হয়ে যাওয়ার বলেই মত তাঁর। তবে টিকা প্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে রোগের প্রকোপ হবে কম টিকা এড়িয়ে সংক্রমিত করতে পারলেও।

প্রসঙ্গত আলফা রূপটি প্রায় ৫০ শতাংশ বেশি সংক্রামক ছিল কোভিডের প্রাথমিক রূপটির তুলনায় বলে বিশেষজ্ঞদের দাবি। তার পর ৫০ শতাংশ বেশি গতিতে ছড়িয়ে পড়েছিল ডেল্টা আলফার থেকে। আবার সংক্রমণ ক্ষমতায় ডেল্টাকে টেক্কা দিয়েছে ওমিক্রন মারণ ক্ষমতা কম হলেও। কাজেই কোভিডের কোনও রূপ যখনই উদ্বেগজনক হয়ে উঠেছে তখন দেখা গিয়েছে যে, সেই রূপটি আগের চেয়েও বেশি সংক্রামক। কাজেই এর পর যদি কোনও উদ্বেগজনক রূপ দেখা যায় তবে তা সংক্রমণ ক্ষমতায় ছাপিয়ে যেতে পারে বর্তমান রূপগুলিকে। কারখভের সাফ কথা উদ্বেগ বাড়িয়ে কোভিডের পরবর্তী রূপগুলির মারণ ক্ষমতা কম হবে এমন কোনও নিশ্চয়তা নেই।

Related posts

করোনা আবহে এবারও ভক্ত শূন্য পুরীর রথযাত্রা , রথ টানবে সেবায়েতরা

News Desk

জেলে গেলে পড়াশুনা করতে হয় না! ভীষণ কান্ড ঘটিয়ে বসলো পড়ায় অমনোযোগী দশম শ্রেণির ছাত্র

News Desk

‘বাড়াবাড়ি করলে পরমাণু হামলা করব!’ কেন জাপানকে এরম হুমকি দিল চিন?

News Desk