চতুর্থ ঢেউ কে আঘাত হানতে চলেছে দেশে? দেশের করোনা পরিসংখ্যানের দিকে খেয়াল করলে দেখা যাচ্ছে, গত কয়েকদিন ধরেই সংক্রমণের হার বেশ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টায় ভারতে আবারও ১৫ শতাংশ বেড়ে গিয়েছে করোনার ঘটনা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার, গত ২৪ ঘন্টায় দেশে করোনার ২ হাজার ৩৮০ টি নতুন কেস নথিভুক্ত করা হয়েছে। দেশব্যাপী করোনা টিকাদান অভিযানের আওতায় এই পর্যন্ত মোট ১৮৭.০৭ কোটি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৩ হাজার ৪৩৩। করোনা থেকে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩১ জন অবশ্য করোনা থেকে সুস্থও হয়েছেন। এ নিয়ে করোনা থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,২৫,১৪,৪৭৯ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় ৫৬ জনের মৃত্যু হয়েছে। দৈনিক পজিটিভিটি রেট ০.৫৩ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ০.৪৩ শতাংশ। এ পর্যন্ত ৮৩.৩৩ কোটি করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ৪৯ হাজার ১১৪টি করোনা টেস্ট করা হয়েছে।
অপরদিকে ভারতের রাজধানী দিল্লির পরিস্থিতি ক্রমশঃই জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে ৷ আজ স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, ভারতে যেখানে ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত এর সংখ্যা ২ হাজার ৩৮০ সেখানে রাজধানী দিল্লীতেই নতুন করে করোনা সংক্রামিত ১ হাজার ৯ জন৷ যা প্রায় অর্ধেক এর কাছাকাছি। একদিনে সংক্রমণও বৃদ্ধি পেয়েছে ৬০ শতাংশ ৷ এই যাবৎ দিল্লীতে ১৮ লক্ষ ৭০ হাজার ৬৯২ জন করোনা ভাইরাস আক্রান্ত হলেন। অবস্থা যা দাঁড়িয়েছে দিল্লিতে আবারো মাস্ক পরার ওপর কড়াকড়ি করা হচ্ছে। এমনকি যেসব করোনা বিধি নিষেধ তুলে দেওয়া হয়েছিল সেগুলি আবারো বলবৎ করা হচ্ছে।