Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

১১১ দিনে সর্বাধিক কম করোনা দৈনিক সংক্রমণ, বাড়ল সুস্থতার হার

জুলাইয়ের শুরুতেই সস্তিজনক জায়গায় ভারতের কোভিড পরিস্থিতির। ক্রমশই আক্রান্তের সংখ্যা এবং সুস্থ্যতার হার এই সব কিছু ঘিরে সামগ্রিক ভাবেই উন্নত হচ্ছে দেশের করোনা চিত্রের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী গত প্রায় চার মাসের মধ্যে সবচেয়ে কমল করোনা দৈনিক সংক্রমণ (Covid19 Daily Cases)। স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন। যা গত ১১১ দিনের মধ্যে সর্বনিম্ন।

একই সাথে বেড়েছে সুস্থতার হারও। এই মুহূর্তে ভারতের করোনা আক্রান্ত রোগীদের সুস্থতার হার ৯৭.১৭ শতাংশ। সুস্থতার হার দৈনিক বৃদ্ধি পাওয়ায় এই মুহূর্তে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৩৫৭ জনে।

Covid cases in india lowest in 75 days

নতুন করে করোনা সংক্রমণের মতো করোনা ভাইরাসের হানায় দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে অনেকটাই। মঙ্গলবারের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হেলথ বুলেটিন অনুযায়ী মৃত্যুর সংখ্যাও দাড়িয়েছে ৫৫৩ জনে। সোমবার স্বাস্থ্য মন্ত্রকের হেলথ বুুলেটিন অনুযায়ী, এর আগের ২৪ ঘণ্টায় দেশে ৭৭৩ জনের কোভিডে মৃত্যু হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা কে জয় করে সুস্থ হয়েছেন ৫১ হাজার ৮৬৪ জন। 

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ২.১১ শতাংশে। প্রসঙ্গত, এই নিয়ে টানা ১৫ দিন ধরে ৩ শতাংশের নীচেই থাকল করোনা ভাইরাসের দৈনিক সংক্রমন। গত ১ দিনে বেড়েছে দেশে টিকাকরণের সংখ্যা। গত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ৪৫ লক্ষ ৮২ হাজার ২৪৬ জন, এমনটাই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। এখনও পর্যন্ত ভারতে মোট করোনা টিকা নিয়েছেন নিয়েছেন ৩৫ কোটি ৭৫ লক্ষ ৫৩ হাজার ৬১২ জন।  

Related posts

প্রেমের প্রস্তাবে না! আবাসনে আগুন লাগালো উন্মত্ত যুবক, ঘুমের মধ্যেই পুড়ে ছাই ৭ জন

News Desk

বাঙালির ঘরে ঘরে লক্ষ্মীর আরাধনায় অপরিহার্য আলপনা দেওয়া! কেন দেওয়া হয় আলপনা

News Desk

হাঁচি বা কাশি নয় নিঃশ্বাসের মাধ্যমেই ছড়িয়ে পড়ছে ওমিক্রণ

News Desk