ভারতে নতুন করে করোনা নিয়ে চিন্তা ধরিয়েছিল দিল্লি, হরিয়ানা আর তারপর মহারাষ্ট্র, কিন্তু এবার নতুন চিন্তা ধরালো কেরল। করোনার উপদ্রব আবারও বাড়ছে কেরলে। কেরলে নতুন করে গত ২৪ ঘন্টাতেই করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭৯ জন। প্রায় ৫২৯ এবং ৪৪২ জন মহারাষ্ট্র ও দিল্লিতে আক্রান্ত। যে কারণে দেশের সার্বিক ভাবে করোনা সংক্রমণ উর্দ্ধমুখী দেখাচ্ছে। পাশাপাশি দৈনিক সংক্রমণ এবং অ্যাক্টিভ কেস তীব্রভাবে বাড়ছে । অপরদিকে দেশের পজিটিভিটি রেট এদিন বেড়ে হয়েছে ০.৬০ শতাংশ। তা যদিও বেশ চিন্তার।
রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের থেকে পাওয়া রিপোর্ট বলছে , দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮২৮ জন। যা কিছুটা হলেও আগের দিনের থেকে বেশি। বর্তমানে করোনার অ্যাকটিভ কেস দেশে ১৭ হাজার ৮৭ জন। গতকালের তুলনায় যা অনেকটাই বেশি। অ্যাকটিভ কেসের হার দেশে আপাতত ০.০৪ শতাংশ। রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে , করোনায় প্রাণ হারিয়েছেন একদিনে ১৪ জন। গতকালের তুলনায় কিছুটা কম। দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৫ লক্ষ ২৪ হাজার ৫৮৬ জন।
যদিও সুস্থতার হার যথেষ্টই স্বস্তিজনক দেশে। রিপোর্ট অনুযায়ী, দেশে ৪ কোটি ২৬ লক্ষ ১১ হাজার ৩৭০ জন এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৫ জন। ৯৮.৭৪ শতাংশ সুস্থতার হার।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, দেশে ১৯৩ কোটি ২৮ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine) এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৩ লক্ষের বেশি মানুষ। দেশে করোনা পরীক্ষা হয়েছে গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ৭৪ হাজার ৩০৯ জন।