Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

স্কুলের সামনে রাস্তা, দেওয়াল ও সিড়ি জুড়ে লেখা ‘সরি’! কি উদ্দেশ্যে, দ্বন্দ্বে পুলিশও

যদিও সরি (Sorry) শব্দটি খুব ছোট এই সরি বলা সবার কাজ নয়। কেননা অনেক সময় দেখা যায় যে ভুল করেও নিজের ভুল মানতে চান না কেউই। কিন্তু কেউ যদি ‘ বলে বুঝতে হবে এর পেছনে একটিই কারণ আছে যে মানুষ তাদের ভুল দ্রুত মেনে নিতে প্রস্তুত। কিন্তু অনেক সময় দেখা যায় প্রেম-ভালোবাসার ক্ষেত্র এলে কথায় কথায় সরি বলে থাকে অনেকে। বাকি যে কোনো ক্ষেত্রে এই ক্ষমা পার্থনার শব্দটি অর্থহীনভাবে উচ্চারিত হলেই মানুষের মনের মধ্যে প্রশ্নের ঘণ্টা বাজতে শুরু করে। একই রকম একটি ঘটনাও সামনে এসেছে সাম্প্রতিক সময়ে যা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আসলে দেখা গেছে একটি স্কুলের চত্বরে বড় বড় অক্ষরে লাল রঙ ব্যাবহার করে সরি লিখে দেয়াল, সিঁড়ি, রাস্তা ইত্যাদি ভরিয়ে দেওয়া হয়েছে। এই ছবি দেখার পর নেট নাগরিকদের মধ্যেও প্রশ্ন উঠতে শুরু করেছে।

ভাইরাল হওয়া এই ঘটনাটি কর্ণাটকের বেঙ্গালুরুতে একটি স্কুলের। যেখানে কেউ লাল রং দিয়ে সরি লিখে স্কুলের বাইরের সিঁড়ি, দেয়াল ও রাস্তা ভরিয়ে দিয়েছে। :Sorry’ শব্ধটি, বড় বড় লাল অক্ষরে লেখা, সবাই অবাক হয়ে যায়, কারা এই কাজ করল এবং কেন?

এখানে ছবি দেখুন

এই ঘটনার বিষয়ে, পুলিশ জানিয়েছে যে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা গেছে যে দুইজন লোক একটি বাইকে এসেছিল, যারা এই কাজটি করেছে। যদিও এখানে যেভাবে সরি বলা হয়েছে, মনে হয় এটা মানসিক কোনো ব্যাপার। এই ঘটনা সামনে আসার পর টুইটারে এটা ঘিরে মজা করতে শুরু করেছে মানুষ। একজন ব্যবহারকারী বলেছেন যে এটা স্কুলের কোনো স্টুডেন্টের প্রেম ঘটিত ঘটনা। অন্যদিকে আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘কেউ নিশ্চয়ই তার গার্লফ্রেন্ডকে সরি বলতে চেয়েছিল।’

খবরে বলা হয়েছে, বেঙ্গালুরুর সানকাদাকাত্তেতে শান্তিধামা নামে একটি স্কুল রয়েছে, যেখানকার এই ঘটনাটি। এই আজব ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে যে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা গেছে যে দু’জন লোক একটি বাইকে করে এসেছিল, যারা এই কাজটি করেছে। ডিসিপি পশ্চিম ব্যাঙ্গালোর জানিয়েছেন যে দুজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

Related posts

কবুল না! বর এর অবস্থা দেখে শেষ মুহূর্তে মৌলবী কে বিয়ে না করার সিদ্ধান্ত জানালো কনে

News Desk

শাশুড়িকে নিয়ে উধাও ঘর জামাই! পরকীয়ার বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ মেয়ে ও বাবা

News Desk

আতঙ্ক ধরাচ্ছে করোনা! মাস্ক না পরলে বিপদ আসন্ন, ২৪ ঘন্টায় সংক্রমণ বাড়লো অনেকটাই

News Desk