করোনাকালেই আবারও এক রোগ নিয়ে দুশ্চিন্তা শুরু করেছে মানুষ। সেই রোগের নাম মানকিপক্স। যদিও এরমধ্যেও করোনার প্রভাব একটুও কমেনি। যদিও এই মানকিপক্স কোনোমতেই দেশে নিজের একটু জায়গাও তৈরী করতে পারেনি কিন্তু করোনার প্রভাব একটু হলেও বেড়েছে। যেমন শেষ ২৪ ঘন্টায় বেশ খানিকটা দৈনিক সংক্রমন বৃদ্ধি পেয়েছে। দেশে মহারাষ্ট্রে কোভিডের বারবাড়ন্ত নিয়ে যথেষ্ট চিন্তায় বিশেষজ্ঞ মহল।
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২,৭৪৫ জন গত ২৪ ঘণ্টায়। যা বেশ অনেকটাই বেশি গতদিনের তুলনায়। ০.৬০ শতাংশ দেশের দৈনিক পজিটিভিটি রেট। একদিনের মধ্যেই মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১১ জন। মুম্বাইতে মানুষ এত বেশি হারে হাসপাতালে ভর্তি হতে শুরু করেছে যে সেই পরিসংখ্যান হয়েছে দাঁড়িয়েছে ২৩১ শতাংশ। আবারও কি তবে লকডাউনের ডঙ্কা বাজতে শুরু করলো? আবারও নতুন ভাবে উঠে আসছে প্রশ্নটা । যদিও এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। অপরদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৩৭৩ জন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট থেকে জানা যাচ্ছে , দেশে শেষ ২৪ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। দেশে এখনও পর্যন্ত ৫ লক্ষ ২৪ হাজার ৬৩৬ জন মৃত্যু হয়েছে।
স্বস্তিজনক সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ১৭ হাজার ৮১০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২,২৩৬ জন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৩ কোটি ৫৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১০ লক্ষের বেশি। জোর দেওয়া হচ্ছে বুস্টার ডোজেও। বিধিনিষেধ উঠে গেলেও কোনওভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৪ লক্ষ ৫৫ হাজার ৩১৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে।