Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

আবারো তেরো হাজার পার করলো দেশের দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে অ্যাক্টিভ কেসও

কিভাবে বাড়ছে দেশের করোনা সংক্রমণ। আক্রান্তের সংখ্যা শনিবারই প্রায় ১৩ হাজার পার করে গিয়েছিল । অ্যাক্টিভ কেসের সাথে সংক্রমণ ও বাড়ছে। যদিও গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও অ্যাক্টিভ কেস কিন্তু একই আছে । যা খুবই চিন্তার ব্যাপার।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৯৯ জন। যা গতকালের থেকে সামান্য কম। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ৪ হাজারের বেশি। কেরলের অবস্থাও তথৈবচ। রাজধানী দিল্লির অবস্থাও তথৈবচ। রাজধানীতে গত ৪ দিন পরপর হাজারের বেশি মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ৭২ হাজার ৪৭৪ জন। যা গতকালের থেকে ৪ হাজার ৩৬৬ জন বেশি। দেশে অ্যাকটিভ কেসের ০.১৭ শতাংশে পৌঁছে গিয়েছে। দৈনিক পজিটিভিটি রেট বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে আড়াই শতাংশের কাছাকাছি। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। এই সংখ্যাটাই খানিকটা স্বস্তির। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৮৫৫ জন।

করোনার দৈনিক আক্রান্তের সংখ্যার পাশাপাশি সুস্থতার হারও চিন্তাজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৯৯ হাজার ৩৬৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন মাত্র ৮ হাজার ৫১৮ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৬২ শতাংশ। তবে সামান্য স্বস্তির খবর হল, করোনার বাড়বাড়ন্ত মোকাবিলায় নতুন অস্ত্র আসছে চিকিৎসকদের হাতে। ভারত বায়োটেকের তৈরি করোনার প্রথম ন্যাজাল ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ হয়েছে বলে সংস্থার দাবি। ভারত বায়োটেক জানিয়েছে, দ্রুত তাঁদের ন্যাজাল ভ্যাকসিন ছাড়পত্র পেয়ে যাবে।

Related posts

নারায়ণ রূপে পূজিত হন শালগ্রাম শিলা। জানেন কোথায় থেকে আসে এই শিলা?

News Desk

ভারতের এই রেল স্টেশনগুলিতে ফ্রী Wi-Fi-তে চলছে চুটিয়ে পর্ন দেখা! নাম জানলে চমকে উঠবেন

News Desk

১২ শ্রেণীও পাশ করতে পারেনি, কিন্তু বুদ্ধির জোরে এই অটো চালকের মাসিক আয় শুনলে অবাক হবেন আপনি

News Desk