Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

তৃতীয় ঢেউয়ের জোরালো ধাক্কা! ৮ মাস পর ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩ লাখ

সারাদেশে আবারও আছড়ে পড়েছে করোনা ঢেউ। আজ রেকর্ড হারে বেড়েছে দেশের এক দিনের করোনা আক্রান্তের (Daily Covid Cases in India) সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে তিন লাখের বেশি করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। দ্বিতীয় ঢেউয়ের পরে প্রায় আট মাস পর এই ঘটনা ঘটল। সেই সঙ্গে করোনায় প্রাণ হারিয়েছেন 491 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় 3,17,532 নতুন করোনা রোগী পাওয়া গেছে। এর সাথে ওমিক্রন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9,287।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে করোনার সক্রিয় রোগী (Corona Active Cases) রয়েছে 19 লাখ 24 হাজার 51 জন। গত 24 ঘন্টায় 2,23,990 জন করোনাকে পরাজিত করেছেন। বর্তমানে দৈনিক সংক্রমণের হার 16.41 শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার 16.06 শতাংশ।

করোনা মহামারীকে (Corona Pandemic) পরাস্ত করার সবচেয়ে বড় অস্ত্র বলা হয় করোনা টিকা কে, টিকা দেওয়ার গতি বাড়াতেও চলছে সব ধরনের প্রচেষ্টা। দেশে এখন পর্যন্ত করোনার 159.67 কোটি ডোজ প্রয়োগ করা হয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় 74 লাখ ডোজ দেওয়া হয়েছে। বলা হয়, এ পর্যন্ত 61 লাখ বুস্টার ডোজ (Precaution Doses) প্রয়োগ করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে 19 জানুয়ারি পর্যন্ত দেশে 70,93,56,830 টি কোভিড নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গতকাল সারা দেশে 19 লাখ 35 হাজার 180 টি নমুনা পরীক্ষা করা হয়।

দ্বিতীয় ঢেউয়ের মতো এবারও করোনার কবলে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে, গত 24 ঘন্টায় কোভিডের 43,697 টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে এবং 46,591 জন নিরাময় হয়েছে। সেখানে কোভিডের কারণে গত 24 ঘন্টায় 49 জনের মৃত্যু হয়েছে। বর্তমানে, মহারাষ্ট্রে করোনার 2,64,708 সক্রিয় করোনা কেস রয়েছে।

Related posts

অনলাইনে হোটেল বুক করে বিপাকে মডেল! বাথরুম-বেডরুমে যা মিললো দেখে চক্ষু চড়কগাছ

News Desk

বিয়ে বাড়ির প্রস্তুতির মধ্যেই কোথা থেকে এসে পড়ল ব্যাগভর্তি নরকঙ্কাল! হারহিম করা দৃশ্যে আতঙ্ক!

News Desk

লটারিতে ৪০ লক্ষ টাকা পেতে ১৭ লক্ষ খুইয়ে সর্বস্বান্ত! মর্মান্তিক পরিণতির শিকার প্রৌঢ়

News Desk