Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

তিন মাসে সর্বাধিক বাড়লো দেশের করোনা সংক্রমণ, চড়চড়িয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা

করোনা বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলা এবং তাঁর পাশাপাশি মানুষের সচেতনতা ও টিকাকরণের কারণে করোনা সংক্রমণ কমতে শুরু করছিল। যদিও সম্প্রতি করোনা সংক্রমণ কমতে শুরু করতেই শিথিল হয় করোনা বিধিনিষেধ। অবশ্য আবারও এই ভাইরাস লাফিয়ে বাড়ছে কদিন ধরেই। তার সাথে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। এই মাসের প্রথম থেকেই ১৮ হাজারের আশপাশে ছিল দেশের সক্রিয় রোগীর সংখ্যা, যা মাত্র ১১ দিনের মধ্যেই ৪০ হাজারের গণ্ডি পার করলো। মহারাষ্ট্রের অবস্থাও বেশ উদ্বেগজনক।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় ৮,৩২৯ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা বেশ খানিকটা বেশি গতকালের তুলনায়। যার মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই গত ২৪ ঘন্টায় ৩,০৮১ জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রের মুম্বাইতেও করোনা গ্রাফ উর্দ্ধমুখী। সেখানে একদিনে প্রায় ২০০০ আক্রান্ত। হাসপাতালে ভরতির হারও বেড়েছে।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা যাচ্ছে যে, একদিনে করোনায় ভারতে প্রাণ হারিয়েছেন দশজন। এখনও পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা কোভিডে ৫ লক্ষ ২৪ হাজার ৭৫৭। আবারও শেষ ২৪ ঘন্টায় করোনার সক্রিয় সংখ্যা বৃদ্ধি পেলো। বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ৪০ হাজার ৩৭০ হয়েছে বেড়ে। অ্য়াকটিভ কেসের হার বেড়ে গোটা দেশে ০.০৯ শতাংশ।

যদিও সুস্থতার হার এর সাথেই বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৪৮ হাজার ৩০৮ জন এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় যার মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৪,২১৬ জন। ৯৮.৬৯ শতাংশ সুস্থতার হার।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে ১৯৪ কোটি ৯২ লক্ষের বেশি ডোজ করোনার টিকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ১৫ লক্ষের বেশি ভ্যাকসিন পেয়েছেন। বুস্টার ডোজ এবং টেস্টিও চলছে।

Related posts

শারীরিক অবস্থার অবনতি, উডল্যান্ডস হাসপাতালে ভর্তি কোভিডে আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য

News Desk

দলিত যুবককে বিয়ে! অর্ধনগ্ন করে নদীর জলে স্নান করিয়ে মেয়েকে শুদ্ধ করলো মেয়ের বাবা

News Desk

বিপজ্জনক কন্ডোম! প্রথম সঙ্গমের আনন্দ দুঃখে পরিনত হল

News Desk