স্বস্তি জাগিয়ে গিয়ে গত ২৪ ঘন্টায় কম হলো দেশের দৈনিক করোনা সংক্রমণ। যদিও দৈনিক মৃত্যুর হার নিয়ে উদ্বেগ কাটছেনা। সংক্রমনের গ্রাফ নামলেও ঊর্ধ্বমুখী দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে হাজারেরও বেশি মানুষের। আর এর ফলেই ভারতে এখনো পর্যন্ত করোনা ভাইরাসের করাল হানায় প্রাণ হারিয়েছে এমন রোগীর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে পাঁচ লক্ষের গণ্ডি। তবে তৃতীয় ঢেউয়ের ধাক্কা কিছুটা সামলাচ্ছে ভারত। কমছে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও।
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৪৯৪ জন। ভারতে করোনা পজিটিভিটি রেট হ্রাস পেয়ে ১০ শতাংশেরও নীচে নেমে এসেছে। এদিকে স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১০৭২ জন। এই নিয়ে ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পেরিয়ে গেল ৫ লক্ষ।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনা সক্রিয় রোগী ১৪ লক্ষ ৩৫ হাজার ৫৬৯ জন। গত ২৪ ঘন্টায় করোনা সক্রিয় রোগীর সংখ্যা হ্রাস পেয়েছে প্রায় ৯৮ হাজার। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ১৭ হাজার ৮৮ জন করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৪৬ হাজার ৬৭৪ জন। করোনা ভাইরাসের বিরুদ্ধে জোর কদমে চলছে টিকাকরণও। রিপোর্ট বলছে এখনও পর্যন্ত ভারতে প্রায় ১৬৮ কোটি ৫৮ লক্ষের বেশি করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লক্ষ ১১ হাজার ৬৬৬ জনের।