Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

আবারও সংক্রমনের ঘটনা চিনে, মানব শরীরে প্রথমবার মিলল বার্ড ফ্লুর H10N3 স্ট্রেন

চিনের উহান থেকে শুরু হয়ে করোনা ভাইরাসের সংক্রমণে (Coronavirus) ছড়িয়েছিল গোটা বিশ্বে জার কারণে জেরবার গোটা বিশ্ব। চিনের উহান একটি সামুদ্রিক প্রাণী কেনাবেচার মার্কেট থেকে ছড়ায় এই ভাইরাস বলে দাবি করা হয়। যদিও অনেকের সন্দেহ উহানের গবেষণাগার থেকেই উৎপত্তি এই মারণ ভাইরাসের। এখনও এই ভাইরাসের প্রকোপ চলছে গোটা বিশ্বে। এরই মধ্যে আবারও আতঙ্ক ছড়িয়েছে চীনের জিয়াংসু প্রদেশ থেকে পাওয়া সংক্রমণের খবরে। জানা যাচ্ছে সেখানে বার্ড ফ্লুর H10N3 স্ট্রেনের সংক্রমনের হদিশ মিলেছে। এই ধরনের সংক্রমন মানব শরীরে প্রথম। মঙ্গলবার চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (NHC) তরফে এই খবর প্রকাশিত হয়েছে। যদিও কীভাবে মানবদেহে এই ভাইরাসের সংক্রমন হল সেকথা জানায়নি কমিশন। তবে কমিশনের তরফে বিবৃতিতে বলা হয়েছে, সারা পৃথিবীতে মানব শরীরে H10N3 সংক্রমণের এটাই প্রথম খবর।

সূত্র অনুযায়ী চীনের জিয়াংসু প্রদেশের হেঞ্জিয়াং শহরের বাসিন্দা ৪১ বছরের এক ব্যাক্তি ওই সংক্রমনে আক্রান্ত। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুদিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। এই যাবৎ যে সমস্ত মানুষ তাঁর সংস্পর্শে তার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের মধ্যেও এখনও কোনও সমস্যা দেখা দেয়নি।

তবে চীনা সাস্থ্য কমিশন বলছে অযথা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। কেননা H10N3 স্ট্রেনটি ভাইরাসের একটি দুর্বল স্ট্রেন। এবং এর থেকে সংক্রমণ ছড়ানোর বা মহামারীর রূপ নেওয়ার কোনও সম্ভাবনার নেই। চীন স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও দাবি, এটা পোলট্রি থেকে হওয়া মানব শরীরে বিক্ষিপ্ত ভাইরাস সংক্রমণ। এটি কখনোই বৃহৎ আকারের ছড়িয়ে পড়তে পারবে না।

Related posts

বিপজ্জনক কন্ডোম! প্রথম সঙ্গমের আনন্দ দুঃখে পরিনত হল

News Desk

মিনিস্কার্টে স্টেজে উদ্দাম নাচে মত্ত ৬ স্কুল ছাত্রী, চোখের পলকে ঘটে গেল বিপত্তি

News Desk

সিঁথিতে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র, হাতে চূড়া, নববধূর বেশে ইয়ামি গৌতমের নতুন ছবিতে বুঁদ নেট দুনিয়া

News Desk