Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

স্বামী-স্ত্রীর অশান্তিতে বলি একরত্তি! বাবা ফর্মে সই না করায় বিনা চিকিৎসায় মৃত শিশুকন্যা

দাম্পত্য অশান্তির মূল্য চুকালো দুধের শিশু। স্বামী-স্ত্রীর মধ্যে চলতো দাম্পত্য কলহ। এদিকে তাদের দেড় বছরের বাচ্চা মেয়ের শারীরিক অবস্থা ছিল বেশ আশঙ্কাজনক। কিন্তু দাম্পত্য অশান্তির জেরে দেড় বছরের শিশু কন্যার MRI ফর্মে সই করতে বেঁকে বসলেন বাবা, এমনটাই অভিযোগ। যার কারণে কার্যত চিকিৎসার সুযোগ না পেয়ে পৃথিবী থেকে বিদায় নিল ফুটফুটে এক প্রাণ। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই মর্মাহত সকলে।

সুত্র অনুযায়ী মৃত মেয়েটির নাম বিদিশা পাল। বয়স মাত্র দেড় বছর। জানা গিয়েছে চার বছর আগে বাগনানের বাইনান গ্রামের বাসিন্দা তনুশ্রী পালের সঙ্গে আমতা বাঁকুড়া গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ পালের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর বাদে বাবা মা হন তাঁরা। তাঁদের শিশু কন্যা বিদিশা মস্তিস্কের এক বিরল অসুখে ভুগছিল।

মেয়ের অসুখ নিয়ে উদ্বেগ দুশ্চিন্তায় দিন কাটতে থাকে মা তনুশ্রীর। অভিযোগ সন্তানের শারীরিক অসুস্থতা সত্ত্বেও শ্বশুরবাড়িতে শুরু হয় তার ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার। অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে বাধ্য হয় নিজের পিতৃগৃহে ফিরে যেতে। কিন্তু আবারও কয়েকদিন পর তনুশ্রী শ্বশুর বাড়িতে আসতে চায় নিজের মেয়েকে নিয়ে। কিন্তু তার স্বামী তাকে শ্বশুর বাড়িতে ঢুকতে বাধা দেয় এমনটাই অভিযোগ।

এদিকে তাদের মেয়ে বিদিশার চিকিৎসার জন্য প্রয়োজন ছিল প্রচুর টাকার। শ্বশুর বাড়ির থেকে এই অবস্থায় কোনও রকম সাহায্যই পাননি বলে জানিয়েছেন তনুশ্রীর। তাঁর অভিযোগ লোকজনের কাছে সাহায্য প্রার্থী হয়ে মেয়ের চিকিৎসা করাচ্ছিলেন কোনোমতে। মস্তিস্কের বিরল এক অসুস্থতায় ভোগা এই একরত্তি কে MRI করানোর পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। অভিযোগ, সেই ফর্মে সই করতে গররাজি হন তনুশ্রীর স্বামী প্রসেনজিৎ।

সময়ের সাথে দেড় বছরের বিদিশার শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি হতে শুরু করে। বৃহস্পতিবার রাতে তাকে নিয়ে হাসপাতালে পৌছলে শিশুকন্যাটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় বিদিশার বাবা প্রসেনজিতের পালটা অভিযোগ, তিনি মেয়ের চিকিৎসার জন্য ব্যায় করতেন। কখনো তাঁর কাছে টাকা না থাকলেও কদিন পরে তিনি ঠিকই চিকিৎসার টাকা দিয়ে দিতেন।

তিনি আরও অভিযোগ করেছেন, তার মেয়ে যে এতটা অসুস্থ তা তাঁকে জানানো হয়নি। প্রচন্ড খারাপ ব্যবহার করে তার কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল বলে তাঁর অভিযোগ। সেই কারণেই তিনি বাড়ি চলে আসেন। এমনকি যে অভিযোগ তার প্রতি তোলা হচ্ছে তেমন কোনো MRI-এর ফর্মের সই তাঁর থেকে চাওয়া হয়নি বলে জানান প্রসেনজিৎ। স্বামী-স্ত্রীর এই বাদ বিবাদের টানাপোড়েনে ঝরে গেল ফুটফুটে একটি শিশু, আক্ষেপ তাঁদের প্রতিবেশীদের। ঘটনায় শোকস্তব্ধ তনুশ্রীর পরিবার।

Related posts

কোভিড রোগীরা দেহে বাসা বাঁধছে ভয়াবহ মিউকরমাইকোসিস, সতর্কতা জারি করল ICMR

News Desk

মোবাইলে নাকি ‘ভাগ্নে’র সঙ্গে কথা বলতেন রোজ! হঠাৎই মেয়ে সমেত বেপাত্তা নদিয়ার বধূ

News Desk

‘মেধাবী’ ছেলে ‘অশ্লীল’ চ্যাট করছে বন্ধুর সাথে! মায়ের নজরে পড়ায় নিখোঁজ স্কুলের ফার্স্ট বয়

News Desk