মেয়েদের পিতাদের জন্য বড় খবর। কন্যাদায় গ্রস্ত পিতাদের ভার লাঘব করতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মিলবে ৫১ হাজার টাকা। ভারতে মেয়ে সন্তানদের কথা মাথায় রেখে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর মতো বহু সমাজ কল্যাণকারী যোজনাই নিয়ে এসেছে কেন্দ্র। এই যোজনাগুলির সাথে নতুন সংযোজন প্রধানমন্ত্রী শাদি শাগুন যোজনা – এর আওতায় মেয়ের বিয়ের জন্য পাওয়া যাবে এই কেন্দ্রীয় সরকারি অনুদান। কিন্তু এই সুবিধা শুধুমাত্র দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম কন্যাদের কল্যাণে এই প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার।
এক সমীক্ষা অনুযায়ী, দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ মেয়েই উচ্চশিক্ষার সুযোগটুকুও পায় না। সামাজিক অনগ্রসরতার পাশাপাশি আর্থিক দুর্বলতাও এর একটি কারণ। তাই সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মুসলিম কন্যাদের উচ্চশিক্ষায় যাতে বেশি করে উৎসাহিত করার কারণেই এই যোজনা। এই যোজনার শর্ত অনুযায়ী মেয়ের বিয়ের কারণে ৫১ হাজার টাকা অনুদান লাভের প্রাথমিক শর্তই হল পাত্রীকে স্নাতক হতে হবে। কেন্দ্রীয় সরকারের লক্ষ্যই হল, যাতে অন্তত এই আর্থিক অনুদানটুকুর সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মেয়েরা স্কুল-কলেজের পাশ করে বেরোতে পারে। শুধু তাই নয়, PMSSY-এর এই আর্থিক অনুদানের জন্য কন্যাকে স্কুল স্তরে পেতে হবে বেগম হজরত মহল রাষ্ট্রীয় ছাত্রবৃত্তি।
তাছাড়া এই প্রকল্পের সুবিধা পেতে পারিবারিক আয়ের সীমারেখা বেধে দেওয়া হয়েছে। শহরে বাস করে এমন সংখ্যালঘু পরিবারের বার্ষিক আয় যদি ৪৬,০৮০ টাকার নিচে হয় তবেই এই যোজনার সুবিধা পেতে পারবে সেই পরিবারের মেয়ে। একইভাবে মেয়েটির পরিবার যদি গ্রামে থাকে তাহলে বার্ষিক পারিবারিক আয় ৫৬,৪৬০ টাকার কম হলেই সংখ্যালঘু পরিবারের একটি মেয়ে বিয়ের সময় এই যোজনার ফলে পাবে ৫১ হাজার টাকা।