Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মাথার হীরে খচিত তাজের দাম ৫ মিলিয়ন ডলার, আর কী কী পাচ্ছেন মিস ইউনিভার্স হারনাজ সান্ধু?

২০২১ সালের মিস ইউনিভার্স এর খেতাব জিতেছেন ভারতের হারনাজ সান্ধু। ইজরায়েলে হওয়া এই সৌন্দর্য প্রতিযোগিতায় ৭৯ দেশের সুন্দরীদের পেছনে ফেলে তিনি জিতে নিয়েছেন মিস ইউনিভার্স এর মুকুট। আর এই ভাবেই ভারত থেকে সুস্মিতা সেন এবং লারা দত্তের পরে তৃতীয় বার ভারতের হয়ে মিস ইউনিভার্সের মুকুট জিতে নিয়ে এলেন কোনো ভারতীয় কন্যা। আর সৌন্দর্য প্রতিযোগিতার আন্তর্জাতিক স্তরে ২১ বছর পর ভারতের মুখ উজ্জ্বল হলো।

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় জয়ের পর কিছু দায়িত্ব পালন করতে হয় প্রতিযোগীকে। সঙ্গে সঙ্গে মেলে বেতন। হারনাজ মিস ইউনিভার্স প্রতিযোগিতা জিতে যে মুকুটটি পেয়েছে সেটির বিষয়ে জানলে আপনার হুঁশ উড়ে যাবে। মৌওয়াদের ডিজাইনাররা মৌওয়াদ পাওয়ার অফ ইউনিটি ক্রাউনটি তৈরি করেন। ২০২১ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিজয়ীর জন্য যে মুকুট তৈরী হয়েছিল তার দাম প্রায় ৫ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় টাকার অঙ্কে যা দাঁড়ায় ৩৭ কোটি টাকা। ওজন নেহাত কম না। এই মুকুটে ১ হাজার ৭২৫টি হিরে কারুকার্য করে বসানো হয়েছে। এর আগে কোনও মিস ইউনিভার্স প্রতিযোগীতা বিজয়ীর জন্য এত দামি মুকুট তৈরি হয়নি।

মিস ইউনিভার্স হয়ে হারনাজ এখন বড় ভিভিআইপি! অবশ্য তা হওয়ারও অনেক কারণ আছে। কারণ আগামী এক বছর ধরে কার্যত রাজকীয় সুযোগ সুবিধা ভোগ করবেন হারনাজ। মিলবে একাধিক ব‍্যক্তিগত সুযোগ সুবিধা। আর এই সবকিছুই একদম ফ্রী! স‌ংবাদ মাধ‍্যম সূত্রে অনুযায়ী, হারনাজ এখন মিস ইউনিভার্স সংস্থার ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর।

আসুন জেনে নিন মিস ইউনিভার্স হারনাজ সান্ধু কী কী সুবিধে পাবেন আগামী ১ বছর ধরে। তিনি আগামী এক বছরের জন্য আমেরিকার অন্যতম বড় শহর নিউইয়র্কের একটি বিলাসবহুল পেন্টহাউসে বসবাস করতে পারবেন, যাতে থাকবে আধুনিক বিলাসবহুল জীবনের সমস্ত সুযোগ সুবিধা। মিস ইউনিভার্স সংস্থার প্রধান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কারণে হারনাজ সান্ধু আগামী এক বছর পুরো বিশ্ব ভ্রমণ করতে হতে পারে। পাশাপাশি তাকে কিছু দায়িত্ব নিতে হবে। যেমন মিস ইউনিভার্স সংস্থার সব কর্মসূচিতে তাকে অংশগ্রহণ করতে হবে। পুরো সময়টাই তাঁর পোশাক আসাক থেকে ত্বকের চর্চা, ডায়েট রুটিন, সবকিছুর খেয়াল রাখার জন্য থাকবেন ব্যাক্তিগত বিশেষজ্ঞরা। থাকবে নিজস্ব মেকআপ আর্টিস্ট এক বছরের জন্য। তিনি কী খাবেন, কীভাবে নিজের ত্বকের যত্ন রাখবেন সবকিছুর দিকে বিশেষ নজর রাখার জন্য থাকবে আলাদা আলাদা লোক।

আর এত কিছু মেনে চলার জন্য আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করার জন্য প্রতি মাসে মোটা অঙ্কের বেতন পাবেন হারনাজ। যার সঠিক তথ্য জানা নেই কারো কাছেই। তবে সূত্র অনুযায়ী তা অন্তত ৬-৭ অঙ্কের তো বটেই। অর্থাৎ লাখের ওপর বেতন পাবেন। সঙ্গে তো আছেই সিনেমা, প্রোডাক্ট কাম্পেনিং এবং বিজ্ঞাপনের শ্যুট করে আয় তো হবেই!

Related posts

মাত্র ১৬ বছর বয়সেই বুঝতে পারেন নারী, পুরুষ উভয়ের প্রতি আসক্ত সানি লিওনি! তারপর কি করেন

News Desk

দেওয়া হয় প্রশিক্ষণ, দৈনিক টাকার টার্গেট! ভিক্ষাবৃত্তি ব্যবসা নিয়ে অপহৃত বালকের বিস্ফোরক বয়ান

News Desk

দক্ষিণ ভারতের এই আশ্চর্য গ্রামে আজও সকলে খালি পায় হাঁটেন ! জানেন কেন

News Desk