Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
স্বাস্থ্য

টুথ ব্রাশ থেকেও কি ছড়িয়ে পড়ছে করোনা! জানুন কি বলছে চিকিৎসকরা

টুথ ব্রাশ থেকেও কি ছড়াতে পারে করোনা সংক্রমণ? এমন প্রশ্ন ভাবাচ্ছে বহুজনকে। একবার কোভিড আক্রান্ত হওয়ার পর আবার সংক্রমিত হওয়ার কারণ হতে পারে আপনার রোজকার দাঁত মাজার ব্রাশ। এমনটাই জানালেন চিকিৎসকরা। বিশেষজ্ঞ দের মতে, করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে হাত স্যানিটাইজ বা ফেস মাস্ক পরার কথা বলছে সকলেই কিন্তু দাঁত মাজার ব্রাশের কথাটা কেউ বলছে না। কিন্তু কোভিড রোগীদের টুথ ব্রাশ থেকেও করোনা সংক্রামিত হওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে।

টুথ ব্রাশ থেকেও কি ছড়িয়ে পড়ছে করোনা! জানুন কি বলছে চিকিৎসকরা

ব্যাবহৃত জিনিস থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভবনা কে মাথায় রেখেই যে সমস্ত ব্যাক্তির হাসপাতালে ট্রিটমেন্ট হচ্ছে তাদের ব্যাবহার করা সব জিনিস হাসপাতাল কর্তৃপক্ষ রোগী কে ডিসচার্জ করার সময় বাতিল করে দেয়, কিন্তু যে কোভিড রোগীর হোম আইসোলেশনে চিকিৎসা হচ্ছে তাঁর ব্যাবহার করা দাঁত মাজার ব্রাশ থেকে বাড়ির অন্যান্য দের শরীরে দ্রুত করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠার পর আগের দাঁত মাজার ব্রাশ ব্যবহার করলে আবারও নতুন করে করোনায় সংক্রামিত হতে পারে। এর কারণ হিসেবে মানা হয় যে করোনা ভাইরাস বা কোভিড 19 সাধারণত মুখ ও নাক থেকেই শরীরে ঢোকে। এমনকী একজনের শরীর থেকে অপর জনের শরীরে ছড়ায়ও মুখ ও নাক, এই দুটি জায়গা থেকেই তাই এই করোনা পরিস্থিতিতে প্রতিদিন যে ব্রাশ আমরা ব্যাবহার করি সেই দাঁত মাজার ব্রাশকেও নির্দিষ্ট জীবানু নাশক দিয়ে সানিটাইজ করার প্রয়োজন।

করোনা নিয়ে নানা সচেতনতা আর প্রচারের মধ্যেও এই মারাত্মক বিষয়টিকে বহু জনেই অবহেলা করছেন। হয়তো কিছুটা অজ্ঞানতার কারণেই। তাই চিকিৎসক মহল মনে করছেন এই বিষয়টি নিয়ে মানুষ এর মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন আছে। তাই নিউজ বা মিডিয়া ইত্যাদির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে নিয়ে কোভিড আক্রান্ত নিভৃতবাসে থাকা রোগীরদেরকে সচেতন করতেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তরফে এই বার্তা।

Related posts

KFC, Mac D এর মত রেস্তোরাঁর বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইস খেতে ভালোবাসেন? লিভারের কি হাল হচ্ছে জানেন?

News Desk

এমন কিছু খাবার যা করোনা ভাইরাস কে আপনার থেকে শত হাত দূরে রাখবে

News Desk

শীত কাল এলেই ঠোঁট ফাটার সমস্যায় জেরবার? রেহাই পেতে মেনে চলুন এই নিয়মগুলি

News Desk