Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

জীবনে ধনী হতে চান? এই গাছের ডাল ভেঙে পূর্ণিমার দিন মা লক্ষ্মীর চরণে রাখুন!

আপনি কি জানেন আমাদের আশে পাশেই খুঁজলে পাওয়া যায় এমন একটি সহজলভ্য গাছের ডাল আপনার অর্থভাগ্যকে বদলে দিতে পারে? আজ্ঞে হ্যাঁ বাস্তুশাস্ত্রনুযায়ী এমনটাই মানা হয়। আমাদের মধ্যে অনেকেরই বিশ্বাস করেন কঠিন পরিশ্রম আর অধ্যবসায়ের পাশাপাশি ভাগ্যের সাথে লাগে অর্থ উপার্জন করতে। জ্যোতিষ, বাস্তু বা শাস্ত্র মতে তাই বিভিন্নরকমের উপায় অবলম্বন করে আমরা আমাদের ভাগ্য নিজেদের পথে সাথে রাখতে সচেষ্ট। কখনও সাফল্য আসে বটে কিন্তু অনেক সময় ব্যর্থ হই। কিন্তু এই শাস্ত্রের উপায়টি পালন করলে লক্ষ্মী অবধারিত।

আমরা পুজোর কাজে ব্যবহার করে থাকি নানা গাছের ফুল এবং পাতা। হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবতা রয়েছেন। এদের মধ্যে একেক জন একেক ধরনের ফুলে সন্তুষ্ট বলে বিশ্বাস করা হয়। আপনার ইস্ট দেবতা সন্তুষ্ট হলে আপনার ভাগ্যও প্রসন্ন হয়। কিন্তু শুধু ফুল বা ফলই নয়। কাজে আসতে পারে গাছের ডালও। আজকে এমন একটি গাছের কথা আপনাদের জানাবো যা, বাড়িতে রেখে দিলে খুব তাড়াতাড়ি বাড়িতে আসবে সুখ এবং শান্তি নেগেটিভ এনার্জি দূর হয়ে। টাকার বর্ষণ শুরু হবে আপনার বাড়িতে যে কোন অভাব দূর হয়ে গিয়ে।

জ্যোতিষশাস্ত্র মতে, এমন কিছু অলৌকিক গুণ রয়েছে অপরাজিতার, আপনার দুর্ভাগ্য সহজেই পাল্টে যেতে পারে সৌভাগ্য তে যার দ্বারা। নানা অলৌকিক গুনাগুন ধারণ করে এই গাছের ডাল, পাতা এবং ফুল। বাস্তু অনুসারে, বাড়ি থেকে সব রকম বাস্তুদোষ দূর করে দিতে পাড়ে অপরাজিতা । এছাড়াও আপনার জীবন থেকে অর্থ কষ্ট দূর হতে পারে অপরাজিতা গাছের ডাল থেকে।

উপাচারটি কী ভাবে করতে হবে—

একটা অপরাজিতা গাছের ডাল ভেঙে আনতে হবে যে কোনও পূর্ণিমার দিন। পূর্ণিমা চলাকালীন এই ডাল ভাঙতে হবে আপনাকে চাঁদের দিকে তাকিয়ে। তার পর মা লক্ষ্মীর চরণে রেখে দিতে হবে সেই ডালটি এবং নিত্য যেমন মা লক্ষ্মীর পুজো করা হয় তেমন করতে হবে। সেই ডালটিকে টাকা রাখার জায়গায় বা নিজের মানিব্যাগে রেখে দিতে হবে তার পরের দিন। আপনার জীবন থেকে মা লক্ষ্মীর কৃপা কখনো সরে যাবেনা।

কিন্তু মনে রাখবেন যে, এই ডাল ভাঙ্গার সময় যাতে আপনার ওপর না পরে কারো নজর। তাহলে শুধুমাত্র আপনার ডাল ভাঙ্গা ব্যর্থ হবে না কোন সুফল পাবেন না আপনি।

যদি অর্থ কষ্ট থাকে তা একেবারে দূর হয়ে যাবে এই ক্রিয়াটি সঠিক নিয়ম মেনে করতে পারলে। এ ছাড়া যে কোনো আর্থিক সমস্যা থাকলে মুক্তি পাওয়া যাবে তা থেকে।

Related posts

কলকাতার হাসপাতালে নয়া উদ্বেগ, করোনা থেকে সেরে উঠলেও থাবা বসাচ্ছে প্রাণঘাতী সাইটোমেগালো ভাইরাস

News Desk

নারী নিয়ে ৩ অজানা ভয় যা পুরুষ কে ভাবায়

News Desk

নোবেল পুরস্কার শুরুর পিছনে ছিল বিজ্ঞানী আলফ্রেড নোবেলের এক গোপন অভিসন্ধি! জানেন কি সেটা

News Desk