Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

গাড়ি চালানো শিখতে গিয়ে জখম বীরভূমের ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকার! ভর্তি হাসপাতালে

দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ভাইরাল কাঁচাবাদাম খ্যাত গীতিকার বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। সম্প্রতি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন। গাড়ি চালানো শেখার সময় একটি দুর্ঘটনায় আঘাত পান তিনি। পড়ে গিয়ে আঘাত লাগে তাঁর বুকে। জখম গায়ককে ভর্তি করা হয়েছে বীরভূমের সিউড়ি সুপার স্প্যেশালিটি হাসপাতালে।

জানা গেছে গাড়ি চালানো শেখার সময় তাল সামলাতে না পেরে গুরুতর আহত হলেন গায়ক ভুবন বাদ্যকার। সোমবার বিকেল বেলা তিনি নিজের বাড়ির কাছেই শিখছিলেন গাড়ি চালানো। তখনই হঠাৎ নিয়ন্ত্রণ না রাখতে পেরে রাস্তার পাশে একটি দেওয়ালে ধাক্কা মারে গাড়িটি। ঘটনায় বেশ গুরুতর চোট পায় ভুবন বাদ্যকর। সাথে সাথেই তাঁকে বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। জানা গিয়েছে তাঁর বুকে এবং মুখে ধাক্কা খেয়ে আঘাত লেগেছে। হাসপাতালে তাঁর বুকের এক্স-রে করে দেখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন চিন্তার কিছু নেই।

ইন্টারনেটে ভাইরাল কাঁচা বাদাম (Viral Kacha Badam) গানের জন্য এখন দারুন জনপ্রিয় ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। সারা পৃথিবী জুড়ে তাঁর গান সকলের মুখে মুখে। দেশে তো বটেই বিদেশের অনেক ইউটিউবারও ওই গানের সাথে পা নাচিয়েছেন, রিল বানিয়েছেন। বাদ যাননি ইন্ডিয়ান সেলিব্রিটিরাও।

বীরভূমের প্রত্যন্ত এলাকায় গান গেয়ে বাদাম বিক্রী করতেন ভুবন বাদ্যকর। গান গেয়ে ক্রেতা আকর্ষণ করাই ছিল তার উদ্দেশ্য। দাড়িপাল্লায় মেপে বাদাম বিক্রির সময়ে তার ঠোঁটে থাকতো গান “বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম/ আমার কাছে নেইকো বুবু ভাজা বাদাম/ আমার কাছে আছে শুধু… কাঁচা বাদাম।..” তাঁর গান একদিন কেউ মোবাইলে রেকর্ড করে ইন্টারনেটে আপলোড করেন। আর ভুবন বাদ্যকরের এই বাদাম বিক্রি করার গানই রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপর থেকে বীরভূমের ভুবন বাদ্যকরকে ঘিরে তুমুল চর্চা। বর্তমানে সকলের পছন্দের ‘বাদাম কাকু’ হিসাবে পরিচিত তিনি। কিছুদিন আগে দাদাগিরির (Dadagiri) মঞ্চেও প্রতিযোগী হিসাবে যান ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)।

তবে এখন আর বাদাম বিক্রি করতে চান না ভাইরাল বাদাম কাকু। কারণ হিসাবে তিনি জানিয়েছেন তিনি এখন সেলিব্রিটি। গানকে মূল পেশা করে জীবনে এগিয়ে যাওয়াই এখন লক্ষ্য তাঁর। সম্প্রতি ৩ লক্ষ টাকায় তাঁর ভাইরাল গানের স্বত্ত্ব কিনে নেয় একটি মিউজিক কোম্পানি। বিপুল জনপ্রিয়তা পাওয়ার পরই একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন ভুবন বাদ্যকর।

Related posts

কেন পুজা অর্চনায় হিন্দু ধর্মে আঁকা হয় এই ওম, স্বস্তিক, ঘট ইত্যাদি প্রতীক বা চিন্হগুলি? জানেন এর ব্যাখ্যা?

News Desk

স্নানের আপত্তিকর ভিডিও তুলে, ভয় দেখিয়ে দেখিয়ে গৃহবধূকে যৌন শোষণ! ঘটনায় চাঞ্চল্য দীঘায়

News Desk

বর্ষার সময়ে চিন্তা বাড়াচ্ছে লেপটোসপাইরোসিস সংক্রমন। নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবেন

News Desk