Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

পাঁচ লাখ টাকা ঢোকার মেসেজে আসতেই হুড়োহুড়ি গ্রাহকদের! কিন্তু তোলা গেল না সেই টাকা

হঠাৎই লাখপতি! রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহকদের অ্যাকাউন্টে আচমকাই ঢুকল পাঁচ লক্ষাধিক ঢাকা টাকা! কিন্তু হঠাৎ এমনটা কীভাবে? বলতে পারছে না ব্যাঙ্ক কর্তৃপক্ষও। অবশ্য হঠাৎই হয়ে ওঠা লাখপতি গ্রাহকদের আনন্দ স্থির হয়নি বেশিক্ষণ। অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া টাকা আপনে আপই ডেবিটেড হয়ে গিয়েছে অ্যাকাউন্ট থেকে। ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। ঘটনার জেরে অবাক সকলেই।

আসলে ঘটনাটি কি?

জানা গেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে এমন অনেক মানুষের অ্যাকাউন্টে শুক্রবার সকালে লক্ষ লক্ষ টাকা ঢোকে। মোবাইলে মেসেজ পেয়ে অনেকেই হতবাক। আসলে যাদের ফোনে এমন মেসেজ এসেছে তারা অনেকেই অনেক বেশ দরিদ্র মানুষ। তাদের অ্যাকাউন্টে কোনো ভাবেই এতো টাকা আসার কথাই নয়। এমন কিছু ঘটনার কথা শোনা যায় জীবনতলাতেও। শুক্রবার সকালে মোবাইলে টাকা ঢোকার মেসেজ দেখে চমকে ওঠেন এমনই এক গ্রাহক হাসানুর রহমান লস্কর। একই রকম ঘটনা ঘটে আরেক গ্রাহক জিয়ারুল মোল্লার সাথেই।

মেসেজে আসে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫ লাখ ৩৫ হাজার ৩৩৪ টাকা জমা পড়েছে। একসঙ্গে এতগুলো টাকা কী করে অ্যাকাউন্টে ঢুকল তাতে প্রাথমিকভাবে অবাক হলেও যথেষ্ট দরিদ্র সেই সব মানুষগুলো টাকা তুলতে পৌঁছয় এটিএমে। কিন্তু এখানে এসে আরেকপ্রস্থ অবাক হন তারা। দেখা যায় অ্যাকাউন্টে আসা সেই টাকা কিছুতে তোলা যাচ্ছে না। দেখা যায় যে শুধু তাদের সাথেই নয় জীবনতলা থানার আঠারোবাঁকি এলাকায় বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে এইরকম নাহলেও ৪০-৫০ জনের অ্যাকাউন্টে পাঁচ লক্ষাধিক পরিমাণ টাকা জমা হয়। মোবাইল মেসেজে সেই টাকা ঢোকার মেসেজও এসেছে। কিন্তু অ্যাকাউন্টে জমা সেই টাকা তুলতে সক্ষম হননি একজনও। অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা এলেও সেই টাকা অটোমেটিক ভাবেই আবার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যায়। ঘটনায় শোরগোল পড়ে যায় গ্রাহকদের মধ্যে।

বৃহস্পতিবার যা নিয়ে এলাকায় শোরগোল পড়ে যায়। এদের প্রত্যেকেরই আঠারোবাঁকি এলাকায় । পরে আবার ওই টাকা অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়।

এই বিষয়ে খোঁজ খবর করা হলে ব্যাঙ্কের কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, ‘সার্ভারের টেকনিকাল ত্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে। অনেক গ্রাহক টাকা ঢোকার মেসেজ পেয়ে জানতে আমাদের কাছে এসেছিলেন। মনে করা হচ্ছে, অনলাইলে টাকা পয়সার ট্রানজিকশন চলাকালীন হয়তো কোনও যান্ত্রিক সমস্যা হয়েছে। সেকারণেই এমন ভাবে হটাৎ টাকা অন্যদের অ্যাকাউন্টে চলে গেছে। আপাতত সার্ভারের সমস্যার সমাধান করা গিয়েছে।’

Related posts

মাত্র ১৮ বছরে স্তনের আকৃতি বড় করতে বলেছিলেন ইন্ডাস্ট্রিরই এক ব্যক্তি! বিস্ফোরক দীপিকা পাড়ুকোনে

News Desk

দীর্ঘ সময় বাদে ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ! চিন্তায় রাখছে রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি

News Desk

২৬ দিন জেলে কাটিয়ে আরিয়ানের মনের উপর দিয়ে বয়ে গেছে ঝড়! মনোবিদ নিয়োগ শাহরুখ গৌরীর

News Desk