Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

১০ দিনে ১৩টি ভূতের সিনেমা দেখলেই পেয়ে যাবেন ১ লক্ষ টাকা! জানুন কিভাবে আবেদন করবেন

ভূতের সিনেমা দেখতে অনেকেরই ভালো লাগে। অনেকেই একা একাও দেখতে ভালবাসেন। আপনার জন্য সুখবর আপনার যদি ভূতের ছবি দেখতে ভালো লাগে তাহলে। ভূতের সিনেমা দেখেই লাখপতি হয়ে যেতে পারেন। টাকা রোজগার সিনেমা দেখে। কোনওদিন এমনটাও হয় কেউ ভেবেছেন।
সম্প্রতি এমনই অফার এনেছে এক সংস্থা। ৯৫,৪৪৮ টাকা দেওয়া হবে ১৩টি হরর ছবি দেখলে। ফিন্যান্স বাজ (FinanceBuzz) বিশেষ এই অফার দেওয়া কোম্পানির নাম। হ্যালোইন ৩১ অক্টোবর। বিশেষ এই অফার দেওয়া হচ্ছে সেই উপলক্ষ্যেই বেসরকারি সংস্থার পক্ষ থেকে। বয়স ১৮ বছরের বেশি হতে হবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে। তাঁদের ‘হরর মুভি হার্ট রেট অ্যানালিস্ট’ যাঁরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এঁদের কী করতে হবে?

এই পুরস্কার কোন ১৩টি সিনেমা দেখলে মিলবে:

‘সিনিস্টার’, ‘প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটি’, ‘অ্যানাবেল’, ‘স’, ‘আ কোয়াইট প্লেস’, ‘ক্যান্ডিম্যান’, ‘সিনিস্টার’-এর মতো ১৩টি ভৌতিক সিনেমা অক্টোবর মাসের ৯ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত দেখে ফেলতে হবে। তা করতে পারলেই ১৩০০ ডলার প্রত্যেক প্রতিযোগীকে দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় প্রায় ৯৫ হাজার টাকা যার মূল্য। তবে শর্ত রয়েছে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে হলে কি করতে হবে:

ফিন্যান্স বাজ’ সূত্রে যা জানা যাচ্ছে, তাতে ২৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন জানাতে হবে ভয়ের এই প্রতিযোগিতায় অংশ নিতে। ১ অক্টোবর বাছাই প্রতিযোগীদের নাম ঘোষণা করা হবে। একটি ফিটবিট ৪ অক্টোবরের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। হার্ট রেট মাপা হবে সেই ফিটবিটের মাধ্যমে। সেই হিসেবে বেছে নেওয়া হবে জয়ী প্রতিযোগীকে। যিনি জিতবেন, তাঁকে জয়ের খবর জানিয়ে দেওয়া হবে মেইল মারফত। এবার আপনি এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন কিনা, তা আপনাকেই জেনে নিতে হবে।

কারণ কী এমন প্রতিযোগিতা আয়োজনের?‌ একটি সমীক্ষা চালাচ্ছে ফিনান্সবাজ যেখানে তারা জানতে চাইছে দর্শক বেশি ভয় পায় বড় বাজেটের ভূতের সিনেমা নাকি অল্প বাজেটের হরর মুভি দেখে। তবে সেই ভয়ের পরিমাপ কীভাবে হবে? সংস্থার তরফে জানানো হয়েছে, ১৩টি সিনেমা দেখার সময় প্রতিযোগীকে একটি ফিটবিট বা হার্টরেট মনিটর পরিয়ে দেওয়া হবে হৃদস্পন্দন মাপার জন্য। আর কতটা ভয়ের উদ্রেক হচ্ছে কোন ছবি দেখার সময়, তা প্রতিযোগীর হৃদস্পন্দনের ভিত্তিতে পরিমাপ করা হবে। তাই যদি আগ্রহ থেকে থাকে এখনই আবেদন করে ফেলুন তাহলে। 

Related posts

ভদ্রেশ্বরের প্রাচীন জগদ্ধাত্রী পুজোয় শাড়ি পরে প্রতিমা বরণ করেন পুরুষেরা! কেন এমন রীতি জানেন?

News Desk

করণের শো-তে যৌন জীবনের গোপন কথা জানাতে চলেছে ক্যাটরিনা কাইফ? সত্যিটা কি?

News Desk

মেয়েদের ভালোবাসা প্রদর্শনে স্তনে থুথু থেকে মাথা ন্যাড়া! কোথায় আছে এমন অদ্ভুত নিয়ম জানেন

News Desk