Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কয়েকটি ভুলে বাতিল হয়ে যাচ্ছে সরকারি প্রকল্প লক্ষীর ভান্ডার ফর্ম! আবেদনের আগে জেনে নিন

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশিত ইশতেহারের অন্যতম চমক ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। প্রকল্পের প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের মহিলারা এই প্রকল্পের অধীনে ৫০০ থেকে ১০০০ টাকা পেতে পারে। সাধারন জাতির মহিলারা ৫০০ টাকা এবং তফশিলি জাতি – উপজাতির মহিলারা ১০০০ টাকা পাবেন। নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়ে গেছে লক্ষীর ভান্ডার প্রকল্পের কাজ। পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে পুরো পশ্চিমবঙ্গের মহিলারা এই প্রকল্পের ফর্ম জমা দিচ্ছেন।

ইতিমধ্যেই লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা দিয়েছেন প্রায় দেড় কোটির কাছাকাছি মহিলা। কিন্তু অনেকেরই ফর্ম জমা দেওয়ার সময় নানারকম সমস্যা সন্মুখীন হতে হচ্ছে। ফর্ম বাতিলও হয়ে যাচ্ছে বহু মানুষের। তাই ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের ফর্ম জমা দেওয়ার আগে ফর্ম পূরণের সময় সতর্ক থাকতে হবে কয়েকটি জিনিসের বিষয়ে। কেনোনা যদি ফর্ম ফিলআপের সময় বিশেষ কিছু ক্ষেত্রে ভুলভ্রান্তি থেকে যায় তাহলে কিন্তু লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন। তাই জেনে নিন কোন কোন জায়গায় ভুল করলে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যাচ্ছে না।

১) লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের জন্য আপনি যে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিচ্ছেন সেই অ্যাকাউন্ট নম্বরের সাথে যেন আধার কার্ডের লিঙ্ক করানো থাকে। কারো কাছে যদি নিজস্ব সিঙ্গেল ব্যাঙ্ক একাউন্ট নাম্বার না থাকে সেক্ষেত্রে কারো সাথে জয়েন্ট একাউন্ট থাকলেও আবেদন করা যাবে।

২) লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম ভুলেও বাইরে থেকে নেবেন না। এই ফর্ম শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্প থেকেই নেবেন। জমা দেওয়ার আগে খেয়াল রাখবেন এই ফর্মে রেজিস্ট্রেশন নম্বর যেন অবশ্যই থাকে। এই বিষয়টা দেখে নিতে হবে। যদি এই নাম্বার ফর্মে উল্লেখিত না থাকে তাহলে আবেদন বাতিল হয়ে যাবে।

৩) ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের ফর্মে অবশ্যই স্বাস্থ্য সাথী কার্ডের নম্বর দিতে হবে। তা না দিলে লক্ষ্মীর ভান্ডার ফর্ম বাতিল হয়ে যেতে পারে।

৪) ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের ফর্ম পূরণ করার সময় অবশ্যই নিজের আধার কার্ড নম্বর, ভোটার কার্ড নম্বর, রেশন কার্ড এর তথ্য, সাস্থ্য সাথী কার্ড, ব্যাংক-এর পাসবই এর জেরক্স এবং নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই জমা দেবেন।

যদি ফর্ম সঠিক ভাবে পূরণ করে জমা দেওয়া হয় তাহলে আবেদনকারীদের ব্যাঙ্ক একাউন্টে সেপ্টেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে বলে সরকার তরফে জানানো হয়েছে।

অবশ্য সব মহিলাই এই প্রকল্পের আওতা ভুক্ত হতে পারবেন না। কিছু কিছু মহিলা লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন না যেমন:

• আয়কর (Income Tax) দেয় এমন পরিবারের কোন মহিলা আবেদন করতে পারবে না।

• ২ হেক্টর এর বেশি জমি আছে যাদের নামে তারা আবেদন করতে পারবে না।

• যদি কোন মহিলা স্থায়ী চাকরি করেন তাহলে আবেদন করতে পারবেন না।

Related posts

নাচতে নাচতে মারা গিয়েছিলেন চারশোরও বেশী মানুষ! ইউরোপের কুখ্যাত নাচের মহামারী আজও রহস্য

dainikaccess

ভারতের চিকেন টিক্কা মশালা কিভাবে হয়ে উঠল ব্রিটিশদের জাতীয় খাদ্য! জানা আছে কাহিনী

News Desk

গোপনে হস্তমৈথুন করলে অন্তঃসত্ত্বা হয়ে পড়বে হাত! কিভাবে সম্ভব! যুক্তি শুনলে অবাক হবেন

News Desk