Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মাতৃ বিয়োগের শোক কাটিয়ে নিজের জেলা মুর্শিদাবাদের করোনা আক্রান্তদের পাশে দাড়ালেন অরিজিৎ

বলিউডের নামী গায়ক তিনি। একের পর এক সুপারহিট গানে জয় করে নিয়েছেন দেশ জুড়ে অনুরাগীদের মন। কিন্তু ভোলেন নি তিনি নিজের ছোট্ট শহর কে। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে তাঁর বড় হয়ে ওঠা। বলিউডে যতই বড় গায়ক হয়ে উঠুক না কেন, ভুলে যায়নি নিজের মাটি জিয়াগঞ্জের, মুর্শিদাবাদের টান! বহুবার আগে তার নিদর্শন রেখেছেন আর তা আরও একবার প্রমাণ করলেন অরিজিৎ সিং।

দুয়ারে সরকার থেকে এবারে 'দুয়ারে অক্সিজেন', চেতলা অগ্রণী উদ্যোগী হল প্রাণবায়ুর সমস্যা মেটাতে

সদ্য মাকে হারিয়েছেন সেরিব্রাল স্ট্রোকে। করোনা যুদ্ধে জয়ী হওয়ার পরেও মারা যান অরিজিতের মা। তবুও করোনার বিরুদ্ধে লড়াই জারি রেখেছেন অরিজিৎ সিং। করোনা আবহে নিজের জেলা মুর্শিদাবাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তরকে পাঁচটি হাই ফ্লো নেজাল অক্সিজেন থেরাপি মেশিন দান করলেন অরিজিৎ।

করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে অক্সিজেন।
করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য যুঝতে প্রায় সব জায়গাতেই অক্সিজেনের ঘাটতি দেখা যাচ্ছে। সময় মতন অক্সিজেন না পেয়ে বহু মানুষ করোনায় মারা যাচ্ছেন। হাসপাতালেও অমিল অক্সিজেন।

অক্সিজেনের অভাবে গোটা দেশ জুড়ে দেখা দিয়েছে সংকট। নিজের জেলার সাধারণ মানুষদের চিকিৎসায় যাতে অক্সিজেনের কোনো অভাব না হয়, তা নিশ্চিত করতেই অরিজিত সিং এই উদ্যোগ নিয়েছেন। ‘ধৃতী ফাউন্ডেশন’-র মাধ্যমে মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক প্রশান্ত বিশ্বাস এর হাতে করোনা রোগীদের সাহায্যার্থে পাঁচটি হাই ফ্লো নেজাল অক্সিজেন থেরাপি মেশিন তুলে দেন অরিজিৎ। সূত্র অনুযায়ী, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অধীনস্থ যে সমস্ত সরকারি হাসপাতাল রয়েছে সেই সমস্ত হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় এই মেশিনগুলি ব্যবহার করা হবে।

সদ্য মা কে হারিয়েও নিজের কর্তব্য ভোলেন নি এই গায়ক। অরিজিৎ সিং- এর এই কাজে আপ্লুত সকলেই।

Related posts

উদ্ভট শখের বশবর্তী হয়ে গায়কের ‘কপালে’ ১৭৫ কোটির হিরে! ভক্তরাই খামচে তুলে নিল

News Desk

গর্ভবতী ছাগলের উপর অত্যাচার ৩ যুবকের! যৌন লালসার তাড়নায় ঘটালেন নৃশংস কান্ড

News Desk

করোনা কলে মানুষের পাশে ত্রিপুরার বিজেপি সরকার, ৫৭৯ কোটি টাকার প্যাকেজ।

News Desk