Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

‘পান মশলার’ বিজ্ঞাপন কি কারণে করেন ? সমালোচনার মুখে সপাট জবাব দিলেন অমিতাভ বচ্চন

সোশ্যাল মিডিয়ার যুগে একটা ব্যাপার খুবই ভালো যে এখানে সবার সাথে সবাই যোগাযোগ রাখতে পারেন সরাসরি সে রাজনীতিবিদ কিংবা বড়ো পর্দার তারকা অথবা আমাদের মতো সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়াতে অমিতাভ বচ্চন অনেকটাই সক্রিয় থাকেন। অনেক সময় তিনি তার ফ্যান দের সাথে গল্প আড্ডায় যুক্ত হন। অনেক তারকা এমন আছেন যারা তাদের ভক্তদের সাথে কমেন্টে তৎক্ষণাৎ উত্তর দেন। গত শুক্রবার বলিউডের শাহেন শাহ ভক্তদের সাথে গল্প করতে আসেন। তখনই এক ‘পান মশলার’ বিজ্ঞাপন ঘিরে অমিতাভ বচ্চন অনেক সমালোচনার সম্মুখীন হন।

অমিতাভ বচ্চন বলিউড মেগাস্টার। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে দেখা যায় তাকে সিনেমার পাশাপাশি। পানমসলার বিজ্ঞাপনও এর মধ্যে রয়েছে। এদিকে স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর তামাক, গুটখা, পানমসলা জাতীয় দ্রব্য। এই জাতীয় দ্রব্যের ব্যাপারে সতর্কতামূলক বিজ্ঞপ্তি দেওয়া হয় সিনেমার পর্দায়। কিন্তু সেই পান মশলারই যখন ফলাও করে প্রচার করতে দেখা যায় বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনকে, তখন তাঁর ভক্তরা কি করেই বা চুপ করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেছেন এক অনুরাগী যে এ ধরনের প্রচার অমিতাভের কি আদৌও মানায়?‌ এবার খোদ বিগ বি তারই জবাব দিলেন।

কিন্তু তুমুল ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই অমিতাভ বচ্চনের জবাবও। উত্তরে বলিউডের শাহেনশার সাফ মন্তব্য, “টাকা পাই, তাই করি।” সাথে এও লেখেন , “ ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই। যদি কারও ব্যবসার ভালর জন্য তার পাশে দাঁড়াই তখন আগে ভাবতে নেই কেন সঙ্গ দিচ্ছি। হ্যাঁ, তবে নিজের ব্যবসাটাও দেখতে হবে ব্যবসার দিক থেকে দেখলে। আমি টাকা পাচ্ছি এই বিজ্ঞাপনের জন্য। তবে আপনার যদি আমার এটা করা ঠিক হচ্ছে না মনে হয়, তাহলে অনেকেই কিন্তু এ কাজ করছে বলি আমাদের ইন্ডাস্ট্রির। তাই কখনোই ব্যবহার করবেন না এই ‘দৈন্যদশা’ ধরনের শব্দ। এই কথাটা শুনতে মোটেই ভালো লাগে না আপনার মত ভদ্রলোকের তরফে। আর জানিয়ে রাখি, প্রচুর শিল্পী কাজ করেন আমাদের ইন্ডাস্ট্রিতে, তাই এই শব্দের আওতায় ফেলবেন না সবাইকে! ”

Related posts

২৬ দিন জেলে কাটিয়ে আরিয়ানের মনের উপর দিয়ে বয়ে গেছে ঝড়! মনোবিদ নিয়োগ শাহরুখ গৌরীর

News Desk

জেল থেকে ছাড়া পাওয়ার পর আবারো কেন NCB দফতরে আসতে হল আরিয়ান খানকে

News Desk

করিনা-করিশ্মার মায়ের সাথে নাকি ‘টাইমপাস’ করতেন রণধীর! রাজ কাপুরের চাপে বিয়ে করেন?

News Desk