তীব্র উষ্ণতায় পুড়ছে দক্ষিণবঙ্গ। একের পর এক মৃত্যুর ঘটনা সামনে আসছে এই তীব্র দাবদাহের কারণে। আরও একটি মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এল।
এবার এক অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যু ঘটেছে। মাস আটেকের পোয়াতি ছিলেন ওই মহিলা। তীব্র তাপমাত্রার কারণেই ওই পোয়াতি মহিলার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার লোকজন। ওই মৃত মহিলার নাম মল্লিকা লেবু। অন্তঃসত্ত্বা ওই মহিলা মল্লিকা নাজিরগঞ্জের অন্তর্গত চুনাভাটির বাসিন্দা ছিলেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, উচ্চ রক্তচাপ ছিল ৮ মাসের অন্তঃসত্ত্বা মল্লিকার। মল্লিকা তার উচ্চ রক্তচাপের কারণে এই তীব্র গরমে অসুস্থ বোধ করছিলেন। দুপুরের দিকে হাওড়া হাসপাতালে তাঁকে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় পরিবার। মল্লিকার মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার সময়। ময়নাতদন্ত শুরু হয়েছে ওই মহিলার শুধু গরমের কারণেই মৃত্যু হয়েছে নাকি অন্য কোনও অসুস্থতা ছিল তা জানতে।
উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হলেও দক্ষিণবঙ্গে এখনও গরমে হাসফাঁস অবস্থা হয়ে আছে। সকালের পর থেকে রাস্তায় আর তেমন লোকজন দেখা যায়না এখন। একটু বৃষ্টির আশায় আশা বাঁধছেন সকলে। দাবোদাহের কারণে মৃত্যু হয়েছে হাওড়ার এক টোটোওয়ালার।
তাপপ্রবাহ পরিস্থিতিতে কি করা উচিত আর কি করা উচিত না জেনে নিন।
বিশেষজ্ঞরা এ নিয়ে বিশেষ পরামর্শ দিয়েছে। নির্দিষ্ট সময় অন্তর জলপান করুন তৃষ্ণার্তবোধ না করলেও। পানীয় জল সবসময় সঙ্গে রাখুন। চড়া রোদে প্রয়োজন ছাড়া বেরোবেন না। অসুস্থ হলে চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিন এ ব্যাপারে বেশি দেরি না করাই ভালো। তীব্র রোদে দিনের বেলায় বেশি পরিশ্রমসাধ্য কাজ না করাই ভালো। গরমে লবণ-জল /নুন-চিনি যুক্ত জল/ORS খান অসুস্থ বোধ করলে।