Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

চিনের উহান ল্যাবরোটারীই করোনার উৎস? দাবী ওয়াল স্ট্রিট জার্নালের!

নোভেল করোনাভাইরাসের নাম সারা পৃথিবীর মানুষ শোনার আগেই ২০১৯-এর নভেম্বর মাসেই চীনে আক্রান্ত হয়েছিল করোনা ভাইরাসে। যদিও চিন নিজেদের দেশে প্রথম কোভিড-১৯ আক্রান্তের খবর সারা পৃথিবীর সামনে এনেছিল ৩১ ডিসেম্বর!এমনটাই দাবি জানালো মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। ২০১৯ সালের নভেম্বর মাসেই গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন উহানে চিনের সরকারি ল্যাবের তিন গবেষক। কিন্তু ঠিক কী হয়েছিল ওই তিন জনের?

চিনের উহান ল্যাবরোটারীই করোনার উৎস? দাবী ওয়াল স্ট্রিট জার্নালের!

ওয়াল স্ট্রিট জার্নালের দাবী করোনা সংক্রমণ! তাহলে কি ওই ল্যাব থেকেই বিশ্ব ব্যাপী করোনা অতিমারীর শুরু? না-হলে কেনই বা চিন ওই তিন গবেষকের শারীরিক অসুস্থতার কথা বেমালুম চেপে যাবে? এমনই এক গুচ্ছ প্রশ্ন তুলে দিল রবিবার প্রকাশিত জার্নালটিতে ওই বিস্ফোরক প্রতিবেদনটি। যদিও চিন এই প্রতিবেদনের সব দাবি অস্বীকার করেছে এবং এটিকে ‘আগাগোড়া ভিত্তিহীন’ বলে দাবি করেছে। কিন্তু সূত্র অনুযায়ী ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন গোয়েন্দা সংস্থার অপ্রকাশিত একটি রিপোর্টের ভিত্তিতেই এই সংবাদটি পরিবেশন করেছে। নভেল করোনা ভাইরাসের উৎস অনুসন্ধানে কিছু দিনের মধ্যেই পরবর্তী তদন্ত-বৈঠকে বসতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রতিনিধিরা। আর তার কিছুদিন আগেই মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনে সারা বিশ্ব জুড়ে হই চই পরে গিয়েছে।

রবিবারের ওই সংবাদ প্রতিবেদনটিতে অনুযায়ী বলা হয়েছে, উহানের ইনস্টিউট অফ ভাইরোলজির ৩ জন গবেষককে ২০১৯-এর নভেম্বর নাগাদ প্রায়শঃই হাসপাতালে যেতে হয়েছিল। ভয়ঙ্কর শারীরিক অসুস্থতা এবং দুর্বল বোধ করছিলেন তারা। নিজেরাই চাইছিলেন হাসপাতালে ভর্তি হয়ে নিজেদের চিকিৎসা করাতে। নভেম্বরের কোন দিন এবং কখন এই তিন গবেষককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ রয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনে। কিন্তু চিন সরকারের তরফে কখনও এই ঘটনার কথা দুনিয়ার সামনে আনা হয়নি। কিন্তু কেন? ফের এই প্রশ্ন ওঠাতেই ফের অস্বস্তিতে চিন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটি মার্কিন গোয়েন্দা রিপোর্ট কে ফলো করে করা হয়েছে বলে কয়েকটি সূত্রে জানা গেলেও, আমেরিকা সরাসরি এই বিষয় নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায় নি। হোয়াইট হাউসের নিরাপত্তা পরিষদের মুখপাত্র এই নিয়ে মুখ খুলেছেন, তার মতে ‘নোভেল করোনাভাইরাসের উৎস এবং এই ভাইরাসের বিশ্ব জুড়ে অতিমারীর চেহারা নেওয়ায় চিনের ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্টের প্রশাসন। একইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং মার্কিন বিশেষজ্ঞদের সঙ্গে লাগাতার পরামর্শ করে করোনা-মোকাবিলার চেষ্টা করে চলেছে।’

ওয়াল স্ট্রিটের এই প্রতিবেদনটির উত্তরে চিনা বিদেশ মন্ত্রক এক বিবৃতি দিয়ে বলেছে, গত ফেব্রুয়ারিতেই হু-র এক তদন্তকারী দল উহানের ল্যাবগুলি ঘুরে গিয়েছে! তার পরেও এমন ভিত্তিহীন অভিযোগ ঠিক নয়। এমনকী, আমেরিকা এই ভাবে আর কিছুই না ঘুরপথে উহান ল্যাবের তথ্য বার করতে চাইছে বলেও দাবি বেজিংয়ের।

Related posts

মাত্র ৫ বছর বয়সে মা হয়ে বিশ্বকে বিস্মিত করেছিলেন ! জানেন এই শিশুটির কথা

News Desk

পুজোর সময় হঠাৎই তলোয়ার দিয়ে ৯ বছরের ভাইজির মাথা কাটলো দশম শ্রেণীর ছাত্রী!

News Desk

দুর্ঘটনায় দৃষ্টি হারিয়েছেন, KBC -এর এই সিজনে প্রথম কোটিপতি হিমানি বুন্দেলার কাহিনী জানেন?

News Desk