Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

৭০% টিকাকরণ হয়ে যাওয়ার পরও ফের আমেরিকায় থাবা বসাচ্ছে করোনার। দৈনিক সংক্রমন ১ লাখ পার

৭০ শতাংশ নাগরিকের করোনা টিকা পাওয়া হয়ে গেলেও আবারও আমেরিকায় মাথা চারা দিয়ে উঠেছে করোনা। ওই দেশে করোনা দৈনিক সংক্রমনের সীমা ছাড়িয়েছে ১ লক্ষের গণ্ডি। যেখানে জুন মাসের শেষেও করোনা সংক্রমণের হার ছিল দৈনিক ১১ হাজারের কাছাকাছি, সেখানে গত ১ দিনের হিসেব বলছে মার্কিন প্রদেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছে ১ লক্ষ ৭ হাজার ১৪৩ জন মানুষ। মাত্র কয়েক সপ্তাহেই ব্যবধানেই যেন রাতারাতি পাল্টে গিয়েছে ছবিটা।

করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমনের দাপট কিছুটা কমলেও ফের আশঙ্কা তৈরী করছে করোনা ভাইরাসের আসন্ন তৃতীয় ঢেউ। এরমধ্যে করোনার বিভিন্ন নতুন নতুন প্রজাতি স্পাইক প্রোটিনে পরিবর্তন ঘটিয়ে রূপ বদলে হানা দিচ্ছে। এই নয়া প্রজাতির মধ্যে ডেল্টা সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। এবার আমেরিকায় দ্রুত হারে বাড়ছে করোনা সংক্রমণ। যার কারণ এই ডেল্টা প্রজাতি। এদিকে গত পাঁচদিন ধরে এই সংক্রমণ বেড়েই চলেছে। দৈনিক আক্রান্তের সংখ্যা অগাস্ট মাসে ১ লক্ষের গন্ডি ছড়াল। চিন্তায় পড়েছে জো বাইডেন প্রশাসন। নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত খবর অনুযায়ী, ১ অগস্ট আমেরিকায় করোনায় নতুন করে আক্রান্ত ছিল ১ লাখ ২৩ হাজার ১৩৯। কিন্তু ২রা অগস্ট সংক্রমনের সংখ্যা এক লাফে বেড়ে হয় ১ লাখ ৩৬ হাজার ৩৩০।

তারপর থেকে আমারিকায় দৈনিক করোনা আক্রান্ত আর লাখের তলায় নামেনি। ৩রা, ৪ঠা ও ৫ই অগস্ট করোনা আক্রান্ত হয়েছিলেন যথাক্রমে ১ লাখ ৫০ হাজার ১৮০জন, ১ লাখ ১২ হাজার ২২৭জন এবং ১ লক্ষ ২৭ হাজার ১০৮ জন। গতকাল ৬ই অগস্ট নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৩৪৩ জন। সব থেকে চিন্তার কারণ এই মুহূর্তে সেই দেশে ফ্লোরিডাতে সবচেয়ে বেশি শিশুরা করোনা আক্রান্ত হচ্ছে।

এছাড়া সবচেয়ে বেশি করোনা সংক্রমন ছড়াচ্ছে মার্কিন স্টেটস যেমন ফ্লোরিডা, নিউ ইয়র্ক টাইমস, আলাবামা, মিসিসিপিতে। সেখাকার করোনা বিধি নিয়ে স্থানীয় প্রশাসন ও দেশের সরকার ইতিমধ্যে কড়া পদক্ষেপ নিতে চলেছে। এদিকে জো বাইডেনের সরকার এই করোনা ডেল্টা প্রজাতিকে সবচেয়ে বেশি দায়ী করছে। আগে ছাড় দেওয়া হলেও এখন সেখানকার মানুষজনকে মাস্ক পড়ার জন্য বারবার সতর্ক করা হচ্ছে। যদিও এর আগে সরকার জানিয়েছে, যে দুটি করোনা টিকার ডোজ নেওয়া থাকলে তাকে আর মাস্ক পড়তে হবে না। তবে নতুন করে সংক্রমনের বাড়াবাড়ি দেখা দিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রশাসন। চিন্তায় বাইডেন প্রশাসন।

কিন্তু এতজন প্রায় ৭০ শতাংশ মানুষের টিকা নেওয়ার পরেও কেন করোনা সংক্রমণের ফের এই ঊর্ধ্বগতি? এক আমেরিকান স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যদি বাকি মার্কিন নাগরিকরা ইতিমধ্যেই করোনা টিকা না নেন, তাহলে এই সংক্রমণ ছড়ানোর গতি আরও বাড়বে। ‘সিএনএন’কে ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’-এর ডিরেক্টর রোচেল ওয়ালেনস্কির জানিয়েছেন, ”আমাদের সমীক্ষা থেকে এই কথা জলের মত পরিষ্কার, যদি আমরা এর বেশি মানুষ টিকা না পেত করোনা দৈনিক সংক্রমণ এর চেয়েও অনেক বেশি হত। ঠিক যেমন গত জানুয়ারিতে হয়েছিল।”

Related posts

৪ বছরের ভাইপোকে কাকার সাথে ঘুরতে যেতে দেওয়াই হলো কাল! ঘটে গেল নৃশংস ঘটনা

News Desk

ব্যালকনিতে তাণ্ডব চালাচ্ছে ষাঁড়! আতঙ্কে পরিবার, এভাবেই কাটলো ১৪ ঘণ্টা তারপর…

News Desk

মানুষ না পশু? গলায় লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে মহিলাকে! চীনের ভাইরাল ভিডিও ঘিরে রহস্য

News Desk