Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কানে ব্লুটুথ হেডফোন দিয়ে পড়ার সময় আচমকাই ফেটে গেল হেডফোন! মর্মান্তিক মৃত্যু যুবকের

ব্লুটুথ ইয়ারফোন (Bluetooth Earphone) ডিভাইস বিস্ফোরণের একটি ঘটনায়, শুক্রবার (৬ই আগস্ট, ২০২১) রাজস্থানের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। নিহত যুবকের নাম রাকেশ নাগার। বয়স ২৮ বছর। তিনি রাজস্থানের জয়পুর জেলার চৌমুর, উদয়পুরিয়া গ্রামের বাসিন্দা। সম্ভবত কানে ব্লুটুথ ইয়ারফোন ব্লাস্ট করে মারা যাওয়ার মতন ঘটনা এই প্রথম ঘটেছে ভারতে। শনিবার জয়পুর পুলিশের তরফে এই খবর জানানো হয়েছে।

জানা যাচ্ছে সামনেই রাকেশ নাগরের কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা ছিল। পড়াশুনা করার সময় তিনি কানে ব্লুটুথ হেডফোন লাগিয়ে পারছিলেন এবং সম্ভবত সেই সময় তিনি কারো সাথে ফোন কলে ব্লুটুথ ইয়ারফোনের মাধ্যমে কিছু আলোচনাও করছিলেন। হঠাৎই সেই ইয়ারফোনে বিস্ফোরণ হয়। দ্রুত তাকে নিকটবর্তী সিদ্ধি বিনায়ক হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। চিকিৎসকরা জানান হাসপাতালে নিয়ে আসার সময় রাকেশ নাগর বলে ওই যুবকের দুটি কানেই বিস্ফোরণের কারণে ক্ষত ছিল। ইয়ারফোন এই ভাবে আচমকা ফেটে যাওয়ায় , শক ও আঘাতে সে জ্ঞান হারিয়েছিল।

সিদ্ধিবিনায়ক হাসপাতালের চিকিৎসক ডাঃ এল এন রুন্ডলা (LN Rundla) জানিয়েছেন ব্লুটুথ ডিভাইসটি ব্লাস্ট করার পর অচৈতন্য যুবকটি কোনো ভাবে হৃদরোগেও আক্রান্ত হয়। চিকিত্সক আরও জানিয়েছেন রাকেশ নাগর নামের ওই যুবক হৃদরোগে আক্রান্ত (Cardiac Arrest) হয়েই মারা গেছেন। ওয়াকিবহাল মহলের মতে, এই ধরনের ঘটনা ভারতে সম্ভবত এই প্রথম ঘটল। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে যুবকের গ্রামে এবং পার্শ্ববর্তী এলাকায়। প্রসঙ্গত রাকেশ নাগর বিবাহিত এবং পরিবারের বড় ছেলে তিনি।

Related posts

করোনা পরীক্ষার জন্য তরুণীর যোনি থেকে নমুনা সংগ্ৰহ! মহারাষ্ট্রে ধৃত ল্যাব টেকনিশিয়ান

News Desk

শনিবার এই তিনটি কাজ অবশ্যই করুন। শনি দেবের কৃপায় সৌভাগ্য ফিরবে আপনার

News Desk

কনের সন্মান রাখতে বিয়ের দিন দুর্ঘটনায় আহত বরকে বিয়ে করতে পাঠালেন ছেলের মা

News Desk