Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হন এই সমস্ত বলিউড অভিনেত্রীরা। রইল সেই সমস্ত চর্চিত নায়িকাদের তালিকা

বিয়ের আগে গর্ভবতী হওয়া যায় না এমন ধারণা নস্যাৎ করেছেন বহু বলিউড অভিনেত্রী। প্রথা ভেঙ্গে বহু নায়িকাই জানিয়েছেন তাদের প্রেগন্যান্সি (pregnancy) এর কথা। নায়িকাদের বিয়ে করার আগেই গর্ভবতী হওয়ার খবর বরাবরই চর্চিত হয়ে এসেছে ৷ প্রচুর জলঘোলাও হয়েছে। কিন্তু কোনো স্টিগমা বা সামাজিক বাঁধা দিতে পারেনি বিয়ের আগেই মাতৃত্বের স্বাদ নিতে। রইলো এমন কিছু বলিউড অভিনেত্রীর খবর…

শ্রীদেবী : প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী খোলাখুলিভাবেই স্বীকার করেছিলেন বনি কাপুরের সঙ্গে তিনি গাঁটছড়া বাধার পূর্বেই গর্ভবতী হয়েছিলেন ৷ গর্ভবতী হওয়ার আট মাসের মাথায় সামাজিকভাবে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন৷ এক কন্যা সন্তানের জন্ম দেন৷ অভিনেত্রী জাহ্নবী কাপুর হলেন তিনি৷

কল্কি কোয়েচলিন : কল্কি কোয়েচলিন জনপ্রিয় অভিনেত্রী, দীর্ঘদিন ধরে লিভ ইনে ছিলেন অভিনেত্রী প্রেমিক হার্শবার্গের সাথে। তিনি গর্ভবতী হয়ে পড়েন সেই সময়। তার গর্ভবতী হওয়ার সংবাদ জানিয়েছিলেন কল্কি নিজেই। অভিনেত্রীকে গর্ভবতী অবস্থায় একাধিক ফটোশুট করতেও দেখা গিয়েছিল। কল্কি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

সারিকা: দক্ষিণী অভিনেত্রী সারিকা ও কমল হাসান,লিভ-ইন করতেন কমল হাসানের প্রথম বিয়ে ভাঙার আগে থেকেই। তাঁরা মেয়ে শ্রুতির জন্মের প্রায় দুই বছর পর বিয়ে করেছিলেন।

নীনা গুপ্তা : বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন৷ এমনকি, সেই সম্পর্কে থাকাকালীন নীনা গর্ভবতীও হয়ে পড়েন ৷ তবে রিচার্ডস আগে থেকেই বিবাহিত ছিলেন ৷ তাই অভিনেত্রী সমাজে নিজেকে সিঙ্গল মাদার হিসেবে পরিচয় দেবেন বলেও ঠিক করেছিলেন ৷ পরে তিনি চার্টাড অ্যাকাউন্টেড বিবেক মেহরাকে বিয়ে করেন

নেহা ধূপিয়া : নেহা বিয়ের আগেই গর্ভবতী হন, বহুদিন ধরেই সম্পর্কে ছিলেন নেহা ধূপিয়া, অভিনেতা অঙ্গদ বেদি এর সাথে। আর তিনি সেই সময়ই গর্ভবতী হয়ে পড়েন, একটি গুরুদুয়ারাতে নেহা এবং অঙ্গদ দুই পরিবারের উপস্থিতিতে চুপিসারে বিয়ে করেন। একটি চ্যাট শোতে জানা যায় পরে যে বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েছিলেন নেহা।

অমৃতা আরোরা : মালাইকা আরোরার বোন অমৃতা আরোরা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে যান। অমৃতা, বন্ধু শাকিল এর সাথে লিভ ইনে থাকাকালীন গর্ভবতী হন।

Related posts

আবারো শোকের খবর বলিউডে! ঘুমের মধ্যেই মারা গেলেন ‘টু স্টেট’ সিনেমা খ্যাত অভিনেতা

News Desk

সিঁথিতে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র, হাতে চূড়া, নববধূর বেশে ইয়ামি গৌতমের নতুন ছবিতে বুঁদ নেট দুনিয়া

News Desk

আর মুখ লুকিয়ে ঘোরা না! পর্ন কাণ্ডের পর অবশেষে রাজের সাথে সবার সামনে দেখা দিল শিল্পা!

News Desk