Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বিচ্ছেদের ঘোষনা করলেন আমির খান এবং কিরণ রাও! কি জানালেন ঘোষণায়

১৫ বছরের দাম্পত্য – এ ইতি টানলেন বলিউডের বিখ্যাত দম্পতি আমির খান এবং কিরণ রাও। ১৫ বছরে তাদের বিবাহিত জীবন ছিল খুশিতে পূর্ন। শনিবার সকাল বেলা এই দুই জনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে একটি বিবৃতি জারি করে জানানো হয় এই বিচ্ছেদের কথা।

এই যৌথ বিবৃতির মাধ্যমে লিখেছেন, ‘এই ১৫ বছরের আনন্দময় সফরে আমরা প্রচুর আনন্দ, খুশি এবং অভিজ্ঞতা পেয়েছি। ভালবাসা , ভরসা এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে আমাদের দুজনের সম্পর্ক পূর্ণতা পেয়েছে। এখন আমরা আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। তবে আর স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমরা আমাদের সন্তানের মা-বাবা এবং একই সাথে এক বৃহৎ পরিবারের সদস্য হিসেবে।’

Aamir Khan-Kiran Rao divorce

আমির খান এবং কিরণ রাও আরও জানিয়েছেন , তারা দুজনে জীবনে আলাদা হলেও তাদের ছেলে আজাদের প্রতি সমস্ত দায়িত্ত্ব এবং কর্তব্য পালন করবেন তাঁরা। ব্যক্তিগত জীবনে সিদ্ধান্তের প্রভাব পড়বে না তাদের পেশাগত দিকেও। তাদের বিবৃতিতে আরও জানান ‘আমরা একসঙ্গে সিনেমা করব। আগামী সময়ে পানি ফাউন্ডেশনের কাজ এবং আরও অন্যান্য প্রজেক্টের যে কাজগুলো আমরা করতে ভালবাসি, সেই সব কিছুই একসঙ্গে সমাপ্ত।’

তাদের এই সিদ্ধান্তের সময়ে সাথে থাকার জন্য আমির খান এবং কিরণ রাও ধন্যবাদ জানিয়েছেন তাঁদের পরিবারকে। সাথে সাথে সমস্ত অনুরাগীদের তাদের বিবাহবিচ্ছেদকে তাঁদের এই দীর্ঘ পথ চলার শেষ হিসবে নয়, বরং নতুন এক যাত্রার শুরু হিসেবে দেখতে অনুরোধ করেছেন।

২০০৫ সালে কিরন রাও কে বিয়ে করেছিলেন আমির খান। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্মায় ছেলে আজাদ রাও খান। তবে হঠাৎ কেন এই বিচ্ছেদের সিদ্ধান্তের তা নিয়ে মুখ খোলেননি আমির বা কিরণ কেউই।

Related posts

ওমিক্রনে চিন্তার কিছু নেই? সত্যিই কী এই ভাইরাসকে হালকা ভাবে নেওয়া ঠিক হচ্ছে?

News Desk

ভারোত্তোলনের ইতিহাসে প্রথম রূপোর পদক জিতলেন মীরাবাই চানু, টোকিয়ো অলিম্পিক্সে প্রথম পদক ভারতের

News Desk

কন্যাপক্ষ নারাজ বিয়েতে! ক্ষোভে মেয়ের মায়ের ফোনে এমন ছবি-ভিডিও পাঠালো পাত্র

News Desk