Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

যুগ যুগ ধরে ব্লেডের অপরিবর্তিত নকশার পেছনের আসল র’হস্য জানেন?

ব্লেড একটি ছোট্ট জিনিস হলেও আমাদের রোজকার জীবনে এই জিনিসটির গুরুত্ব অপরিসীম। আকারে ছোট হলেও, ভীষণ কাজের জিনিস এই ব্লেড। কিন্তু কখনও ভেবে দেখেছেন যে কোম্পানিরই ব্লাড হোক না কেন , সময়ের পর সময় ধরে একই রকম নকশা ধরে রেখেছে এই ব্লেড।

the reason behind particular blade design

কিন্তু কেন যুগের পর যুগ ধরে একই নকশা কেন ধরে রেখেছে এই ব্লেড। ব্লেডের এই নকশা তা আজও পরিবর্তন হয়নি কেন! আর কেনই বা ব্লেডে এই নির্ধারিত নকশাই করা হয়েছে নিশ্চয়ই তা জানতে ইচ্ছে করছে? তাহলে জেনে নিন ব্লেডের এই নকশা তৈরী এবং তা অপরিবর্তিত থাকার পেছনের গল্প।

সময়টা ১৯০১ সাল। বিশ্ববিখ্যাত ব্লেড প্রস্তুতকারী সংস্থা জিলেটের (Gillette) প্রতিষ্ঠাতা কিং ক্যাম্প জিলেট এবং তার সহকর্মী উইলিয়াম নিক্সারসন ব্লেডের নকশা বানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্লেডের ব্যবসা শুরু করেন। জিলেট কোম্পানির প্রতিষ্ঠার ৩ বছর অতিক্রম হবার পর প্রথমবারের জন্যে ১৬৫ টি ব্লেড প্রস্তুত করেন সংস্থাটি।

সে সময়ে ব্লেডের সঙ্গে দাড়ি কাটার জন্য ব্যাবহার হত রেজার। সেই রেজারের হাতলের সঙ্গে আটকানোর জন্য ব্যবহৃত হত স্ক্রু আর নাট-বল্টু। ব্লেড কে রেজারের সঙ্গে আটকে রাখে যে নাট-বল্টু সেই নাট-বল্টু যাতে সঠিক ভাবে আটকানো যায় সেই কারণে ব্লেডের এই নকশা। এই নকশার ব্লেড বাজারে আনার পর থেকেই সারা বিশ্বে জনপ্রিয় হয়ে যায় রেজার সংস্থাটি। এরপর থেকেই আর পিছন ফিরে তাকাতে হয়নি সংস্থাটি কে।

কিন্তু তাই বলে বাকি সমস্ত সংস্থা কেন জিলেট কেই অনুকরন করল। কারণ হিসেবে বলা যায়, সেই সময়ে একমাত্র জিলেটই রেজার প্রস্তুত করত। তাই রেজারের সাথে যাতে আটকানো যায় সেই কথা মাথায় রেখে অন্যান্য কোম্পানিও একই ভাবে ব্লেড তৈরী করেছিল।বর্তমান সময়ে নানান ধরণের ব্লেড বার হলেও সাধারণ ভাবে বাজার চলতি প্রায় সব ব্লেডের নকশা সেই একই আদি অকৃত্রিম রয়ে গেছে।

Related posts

গাড়িতে শহরময় ঘুরছিল কনস্টেবল! ভেতরে মহিলার অবস্থা দেখে শিউরে উঠলো লোকজন

News Desk

শরীরে দুটো মাথা, ৪টে হাত, ৪টে পা! উত্তরবঙ্গ মেডিক্যালে বিরল শিশুর জন্ম ঘিরে চাঞ্চল্য

News Desk

হর্ন বাজালেও শুনতে পায়নি বধির যুবক! ক্ষিপ্ত তরুণী স্কুটি থেকে নেমে এসে ঘটালো ভয়ঙ্কর কান্ড

News Desk