Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ব্রিটেনে বৃদ্ধি পাচ্ছে ডেল্টাক্রন আক্রান্তের সংখ্যা! কতোটা সংক্রামক, উপসর্গই বা কী?

নয়া এই সংক্রমণই ভয় ধরাচ্ছে ব্রিটেনে

আবারো বাড়তে থাকছে করোনা আক্রান্তের সংখ্যা ব্রিটেনে। কিন্তু এবার আর ওমিক্রন নয়, বরং সামনে এসেছে এক অন্য রিপোর্ট। আর সেই রিপোর্ট থেকেই জানা গিয়েছে যে সেখানে ওই রুগী দের মধ্যে ডেল্টাক্রন। এই স্ট্রেনটি ওমিক্রন আর ডেলটার মিলিত রূপ। দুই ভ্যারিয়েন্টের যাবতীয় গুণই কিন্তু এর মধ্যে বর্তমান। তবে বেশি মিল কিন্তু রয়েছে ওমিক্রনের সঙ্গে জেনেটিক গঠনে। এবার সংক্রমণ ছড়াচ্ছে সুপার মিউট্যান্ট ডেল্টাক্রনই ব্রিটেনে। তবে ব্রিটেনেই এই ভাইরাসটির উৎপত্তি হয়েচে কিনা সে বিষয়ে কিন্তু এখনও কিছুই জানা যায়নি নিশ্চিত করে। ভাইরাসের সংক্রমণ কতটা গুরুতর, এই ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন কতখানি কার্যকরী হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিন্তু পর্যাপ্ত তথ্য হাতে আসেনি। তবে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা কিন্তু অনেকটাই কম এই ভ্যারিয়েন্টে।

এর আগে যে কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল সেই সব প্রতিবেদনেই কিন্তু বলা হয়েছিল এই নয়া ভ্যারিয়েন্টের পরীক্ষাগারের ত্রুটি থেকেই উৎপত্তি। প্রথম আক্রান্তের খবর গিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে সাইপ্রাস থেকেই। তখন জানানো হয়েছিল হু-এর তরফেই যে ল্যাব দূষণেকর ফলেই হয়েছে। আবার অনেক বিশেষজ্ঞই তখন বলেছিলেন, জিনোম সিকোয়েন্সের অ্যার্টিফ্যাক্ট দূষণের ফলেও।

সাইপ্রাসে এর আগে কোভিডের নয়া ভ্যারিয়েন্টের২৫ জন ডেল্টাক্রন আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। এর মধ্যে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে হয়েছিল ১১ জন আক্রান্তকে। কিন্তু বাকিরা বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠেছেন। ডেল্টাক্রনের তীব্রতা সম্বন্ধে বলতে গিয়ে , পল হান্টার ইস্ট অ্যাঙ্গলিয়া বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক যেমন জানান, ডেল্টাক্রনকে এখনই গুরুতর হুমকি ভাবার মত কিন্তু কিছুই নেই। ভয় পাওয়ার বিশেষ কারণ নেই। সেই সঙ্গে তিনি যোগ করেন- ডেল্টা এবং ওমিক্রন কোভিড ভাইরাসের নয়া সংযোজন সব সময়ই নিজেদের পরিবর্তন করছে। আর সেই পরিবর্তন যে খুব বেশিদিন স্থায়ী হচ্ছে এমনও কিন্তু নয়। এছাড়াও শরীরে রোগ প্রতিরোধী অ্যান্টিজেন রয়েছে। ফলে এখনই যে তা ভয়ংকর হয়ে উঠবে তা কিন্তু বলা যাচ্ছে না। ডেল্টাক্রন নিয়ে এই মুহূর্তে আমরা খুব বেশি চিন্তিত নই।

এখনও পর্যন্ত কিন্তু সব থেকে সমংক্রামক কোভিডের এই ওমিক্রন ভ্যারিয়েন্টিই। ওমিক্রনে প্রচুর মানুষ আক্রান্ত হয়েছেন। ওমিক্রনের মতই ডেল্টাক্রন যে সংক্রমণ ছড়াচ্ছে তাও কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। কিন্তু ওমিক্রনের মত অনেকেই সংক্রমিত হতে পারেন এই ভ্যারিয়েন্টে এমন সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। যদিওএখনও কিছু জানা যায়নি চ্রান্সমিশন রেট, রিস্ক ফ্যাক্টর এবং ভ্যারিয়েন্টের তীব্রতা সম্বন্ধে ।

Related posts

১৩ বছর বয়সী ননদ গৃহস্থলীর কাজে পটু নয়, ছুরি গরম করে নৃশংস অত্যাচার চালালো বৌদি!

News Desk

৭ ডিসেম্বর: প্রথম বিধবা বিবাহ এবং আরো কিছু স্মরণীয় ঘটনা যা আজকের দিনে ঘটেছিল

News Desk

ঘুম থেকে উঠেই আয়নায় মুখ দেখার অভ্যেস থাকলে এখনই বন্ধ করুন! পড়তে পারে অশুভ প্রভাব

News Desk