Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

প্রেমিকের সাথে ঘর করার বাসনায় নন্দীগ্রামে শিশুকন্যাকে রাস্তায় ফেলে পালিয়ে গেল মা!

ছোট্ট কন্যা সন্তানকে দূরের জেলায় নিয়ে এসে একা রাস্তায় ছেড়ে দিয়ে পালাল মা। কেন? কারন তার ছোট্ট মেয়ে বাঁধা হয়ে দাড়াচ্ছিল প্রেমিকের সাথে ঘর করার স্বপ্নে। ভাগ্যক্রমে বাচ্চা মেয়েটি পুলিশের চোখে পড়ায় তার কোনও অঘটন ঘটার হাত থেকে রেহাই পেল। এমন অমানবিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায়। পুলিশ জানায়, নন্দীগ্রামের-২ ব্লকের রেয়াপাড়া থেকে ওই শিশুকন্যাকে উদ্ধার করা হয়। সুদূর মালদা জেলার বাবুনগোলা থানার হাঁসপুকুরিয়া গ্রামের বাসিন্দা মাত্র ৭-৮ বছরের বাচ্চা মেয়েটিকে তার মা লক্ষ্মী বিশ্বাস মণ্ডল ওরফে ঝর্ণা পূর্ব মেদিনপুরের নন্দীগ্রামে নিয়ে এসে রাস্তায় ছেড়ে পালায় বলে অভিযোগ। তবে নিজের কন্যাকে ত্যাগ করে প্রেমিকের হাত ধরে গা ঢাকা দেওয়ার স্বপ্ন সত্যি হয়নি মেয়েটির মায়ের। প্রেমিকের বাড়ি থেকে মেয়েটির মা ওরফে ঝর্ণা ও তার প্রেমিক চণ্ডীপুর থানার সত্য গোপাল মণ্ডলকে খুজেঁ বার করে এনেছে পুলিশ। আটক করে ধৃত দুজনকেই মহিলার শিশুকন্যা সহ মালদার বাবুনগোলা থানার পুলিশের হাতে তুলে দেয় নন্দীগ্রাম থানার পুলিশ। বাংলা সংবাদ মাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়েছে।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানার গৌরচক বাসিন্দা সত্য গোপালের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ গড়ে ওঠে বাচ্চা মেয়ের মা ঝর্ণার। এই আলাপ ক্রমে প্রেমের রূপ নেয়। বিজয়া দশমীর দিন প্রেমিক সত্য গোপালের পরামর্শ মতই স্বামীকে ছেড়ে মেয়েকে সঙ্গে নিয়ে চণ্ডীপুরে পৌঁছয় ঝর্ণা। সেখান থেকে মেয়েটিকে নিয়ে তারা নন্দীগ্রামে যায়। তারপর মেয়েকে নন্দীগ্রামের রাস্তাতেই ফেলে রেখে প্রেমিকের সাথে পালিয়ে যায় ঝর্ণা এমনটাই জানা গেছে। যদিও পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে ঝর্ণা জানিয়েছে, সত্য গোপাল তার শিশু কন্যাকে একটি হোস্টেলে রেখে আসবে আশ্বাস দিয়েছিল। সে জন্যই সত্য গোপালের সাথে সে নিজের মেয়েকে পাঠিয়েছিল। মেয়েকে এইভাবে রাস্তায় ছেড়ে আসা হয়েছে সে ব্যাপারে সে কিছু জানে না বলেও দাবি ঝর্নার।

শনিবার দশমীর পর দিন সন্ধ্যা নাগাদ নন্দীগ্রাম-২ ব্লকের রেয়াপাড়ায় বাচ্চা মেয়েটিকে একা একা রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় নন্দীগ্রাম থানার পুলিশের। তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসে তার সঙ্গে কথা বলে পুরো ঘটনাটা বুঝতে পারে। এরপর নন্দীগ্রাম থানার পুলিশ শিশুটির মায়ের খোঁজে নেমে জানতে পারে, চণ্ডীপুর থানার অন্তর্গত সত্য গোপালের বাড়িতেই গিয়ে উঠেছে শিশুকন্যাটির মা ঝর্না। এরপর চণ্ডীপুর থানার পুলিশের সাহায্য নিয়ে রবিবার সত্য গোপালের বাড়িতে হানা দিয়ে তাকে এবং ঝর্নাকে আটক করে নন্দীগ্রাম পুলিশ।

Related posts

৮৩ বছর বয়সে এসে বদলালেন পেশা! পাদ্রি থেকে হলেন পর্নস্টার! জানালেন অভিজ্ঞতা

News Desk

আগস্ট মাসের প্রথম রবিবার বিশ্বজুড়ে পালিত হয় ফ্রেন্ডশিপ ডে। কেন এই দিনটি বন্ধুত্বের দিন হিসাবে পালিত হয় জানেন?

News Desk

পুরুষরা যখন তার সঙ্গীর সাথে যৌন মিলন করতে চায় বারবার দেয় এই ৪টি ইঙ্গিত! জানা আছে

News Desk