Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মেসির সাথে বিয়ে!! সত্যিটা কি! দাদাগিরির মঞ্চে খোলসা করলেন ‘রান্নাঘর’র সঞ্চালিকা সুদীপা

সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে ‘দাদাগিরি’র নতুন সিজন হাত বাড়ালেই বন্ধু। গেম শো নিয়ে সবার প্রিয় দাদা চলে এসেছেন টিভির পরদায়। আর সেখানে খেলতে আমজনতার সঙ্গে ভিড় জমাচ্ছেন তারকারাও। সম্প্রতি দাদাগিরি-র সেটে হাজির ছিলেন অভিনেত্রী ও ‘রান্নাঘর’র সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। আর তখনই জানা গেল, মেসির বড় ফ্যান সুদীপা। 

সম্প্রতি দাদাগিরির মঞ্চে এসেছিলেন অম্বরীষ ভট্টাচার্য্য ও সুদিপা চ্যাটার্জি সাহেব চ্যাটার্জী, সৌমিলি বিশ্বাস, জোজো।বিনোদন অঙ্গনের বিভিন্ন তারকার উপস্থিত দাদাগিরির মঞ্চ হয়ে ওঠে জমজমাট। আর সেই মঞ্চেই করলেন খোলসা।

আর সৌরভের কথা একবাক্য মেনে নিয়ে সুদীপা জানালেন, মেসি তাঁর স্বপ্নে ধরা দেন প্রায়ই। এমনকী কিছুদিন আগে বিয়েটাও করেছেন। সুদীপার কথায়, ‘এই তো সেদিন আমার স্বপ্নে এসেছিল। আমরা বিয়েটাও করলাম। মানে এসে তো আমাকে হাতে-পায়ে ধরে বলছে বিয়ে করতেই হবে। এত নাছোড়বান্দা। আমি আবার বললাম অগ্নি (সুদীপার স্বামী)র না প্যারিসটা ঠিক পছন্দ না। আর তা শুনে বলল, ওকে আমরা রোমে শিফট করে দেব!’

যাতে অবাক হয়ে সৌরভের জিজ্ঞাসা, ‘এত কিছু স্বপ্নে চলছিল?’ আর সুদীপার তাৎক্ষণিক উত্তর, ‘হ্যাঁ তো! সেদিন ঘুম ভেঙে যাওয়ার পর যা দুঃখ পেয়েছিলাম না, তা কোনওদিন পাইনি।’যা শুনে উপস্থিত সকলেই হাসি ধরে রাখতে পারেননি।

Related posts

এই রাজ্যেও এসে পৌঁছল ওমিক্রন! করোনার নতুন স্ট্রেনের খোঁজ মিলল ৭ বছরের শিশুর দেহে

News Desk

অন্যান্যদের স্ত্রীর সাথে তাকে অদলবদল করতো স্বামী! করতে হতো সঙ্গম, বিস্ফোরক বধূ

News Desk

সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের বদল দেখলে চমকে যাবেন! নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়

News Desk