Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

হাতে মেহেন্দির রঙ মনের মত হয় না! এই পদ্ধতি মেনে চললেই রঙ গাঢ় আর সুন্দর হয়ে ফুটবে?

বাড়িতে বিশেষ কোনও অনুষ্ঠানে কিংবা কোনও উত্সবে অনেক মেয়েরাই মেহেন্দি (Mehndi) পরে থাকেন। কিন্তু সঠিক পদ্ধতি না জানার কারণে মেহেন্দির রঙ মনের মতো হয় না অনেকেরই। বিশেষজ্ঞরা তাই সহজ কিছু উপায় জানিয়ে দিচ্ছেন, যেগুলো মেনে চললেই হাতের মেহেন্দি আরও গাঢ় এবং সুন্দর রঙের হয়ে ফুটে উঠবে।

১. হাতে মেহেন্দি করার আগে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাতের সমস্ত ধুলো কিংবা ময়লা উঠে গেলে মেহেন্দি হাতে খুব ভালো ভাবে বসে এবং গাঢ় রঙের হয়ে ফুটে ওঠে।

২. মেহেন্দি ব্যবহার করার ঠিক কতক্ষণ পর হাত ধোওয়া দরকার, সেই সম্পর্কে সঠিক ধারণা বহু মানুষেরই নেই। অনেকেই মেহেন্দি ব্যবহার করার ২ থেকে তিন ঘণ্টা পরই হাত ধুয়ে ফেলেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মেহেন্দি হাতে ভালো করে বসার জন্য অনেকটা বেশি সময় নেয়। অন্তত পাঁচ থেকে ছ’ ঘণ্টা পর হাত ধোওয়া দরকার। তবেই মেহেন্দির রঙ আরও গাঢ় হবে।

৩. হাতের মেহেন্দি শুকিয়ে যাওয়ার পর লেবুর রস, চিনির রস এবং অল্প জল দিয়ে তৈরি করা মিশ্রণ হাতে ব্যবহার করা দরকার। এই উপাদানগুলি মেহেন্দিকে হাতে দীর্ঘদিন একইরকম রাখতে সাহায্য করে। এছাড়া গাঢ় রঙ পেতে হলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এক চামচ চিনি, এক চামচ লেবুর রস এবং এক চামচ জল দিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এবং তুলো দিয়ে সেই মিশ্রণ মেহেন্দির উপর ব্যবহার করতে হবে।

৪. হাতে মেহেন্দি করার পর, গরম প্যানে তিন থেকে চারটি রসুন গরম করে নিন। এবার সেই রসুন মেহেন্দির উপর হাতে ব্যবহার করুন। মেহেন্দির রঙ খুবই গাঢ় হবে।

৫. মেহেন্দি করার পর তা শুকিয়ে গেলে জল দিয়ে হাত না ধোওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দুটো হাত একসঙ্গে ঘষে মেহেন্দি তুলে ফেলার কথা বলছেন তাঁরা। পাশাপাশি পরামর্স দিচ্ছেন, পরবর্তী ১২ ঘণ্টা মেহেন্দি করা হাতে সাবান না ব্যবহার করার জন্য।

Related posts

মশার জ্বালায় নাজেহাল! বাড়িতে এই ৫টি গাছ লাগালে ধারে কাছে ঘেঁসবে না মশা।

News Desk

লজ্জাজনক! কিছুতেই দেহ ব্যবসায় নামতে চায়নি গৃহবধূ! শাস্তি দিতে যা করলেন স্বামী ও শ্বশুর..

News Desk

আবারও কিছুটা স্বস্তি মিলল দৈনিক করোনা সংক্রমনে, সুস্থ হচ্ছে দেশ

News Desk