Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সবুজ নাইটি পরে অদ্ভুত মেকআপে চিনতে পারছেন এনাকে? দেখুন রানু মণ্ডলের ভাইরাল ভিডিও

গান গেয়ে রাতারাতি ভাইরাল হওয়া রানাঘাটের রানু মন্ডলকে (Ranu Mondal) নিয়ে চর্চার কোনও শেষ নেই। খালি গলায় একটি গান গেয়েছিলেন রানাঘাট স্টেশনে ভিক্ষাবৃত্তি অবলম্বন করা রানু মণ্ডল। এক ব্যাক্তি অতীন্দ্র রায় -এর সৌজন্যে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোষ্ট হতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। রানাঘাটের ৬ নম্বর প্লাটফর্মে বসে ভিক্ষা করা রানুর কপাল খুলে যায়। সেই ভাইরাল ভিডিওর সৌজন্যে সোজা মুম্বাই স্টুডিওতে পাড়ি জমিয়েছিল তিনি। গান শুনে ডাক এসেছিল হিমেশ রেশমিয়ার কাছ থেকেও। হিমেশ রানু মণ্ডলের ঈশ্বরদত্ত প্রতিভাকে পৌঁছে দেন সারা বিশ্বের দরবারে।

শুধু তাই নয় রানু মন্ডলের সাথে ডুয়েটে ‘তেরি মেরি কাহানি’ গান গেয়েছিলেন হিমেশ রেশমিয়া। সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গিয়েছিল সেই গান। কিন্তু তার সেই জনপ্রিয়তা দীর্ঘস্থায়ী হয়নি। এক বছর যেতে না যেতেই ফের খারাপ হয়ে ওঠে রানু মণ্ডলের অবস্থা। তাঁকে আবারও সিনে জগতের জাঁকজমক ছেড়ে তাকে ফিরে যেতে হয়েছিল সেই স্টেশনে ভিক্ষাবৃত্তি করতেই। কিন্তু রুপোলি জগৎ ছেড়ে এলেও রানু মন্ডলকে ঘিরে মানুষের মধ্যে কৌতূহলের কোনও শেষ নেই। মাঝেমধ্যেই রানু মন্ডলের নানারকমের বানানো বিভিন্ন ভিডিও সোশ্যাল মাধ্যমে উঠে আসে।

https://www.facebook.com/ne.inside/videos/553158615896582/

এমন ভাবেই সম্প্রতি সবুজ নাইটি পরে অদ্ভুত মেকআপ করা রানু মণ্ডলের একটি অদ্ভুত ভিডিয়ো তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে বহু মানুষের হাসি মজার পাত্র হয়ে উঠেছেন এই লতা কণ্ঠি। ভিডিয়োতে বেশ আজব সাজে দেখা যায় তাঁকে। তিনি পরে আছেন একটি সবুজ রঙের নাইটি। চোখে লাগানো কাজল যা ধেবড়ে গেছে, ঠোঁটে মাখা লিপস্টিক যা ছড়িয়ে ছিটিয়ে গেছে। কপালে বেশ বড় গোল টিপ। যদিও এই সাজেই অপূর্ব কণ্ঠে গান ধরেছেন রানু।

রানু মন্ডলের এহেন চেহারা দেখে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়াতে। নেট নাগরিকরা তার এই আজব সাজ পোশাক ঘিরে ট্রোল আর মিমের বন্যা বইয়ে দিচ্ছে। তবে এর সাথে অনেকেই মনে করছেন, এই ভাবে রানু মণ্ডলকে নিয়ে কুরুচিকর হাসি মজা বা মন্তব্য করা উচিত কাজ হচ্ছে না ৷ অনেকের মতে সম্পূর্ন মানসিক ভাবে স্থিতিশীল নয় তিনি। যার কারণে খ্যাতির সুযোগ পেয়েও নিজের জায়গা ধরে রাখতে পারেননি রানু মন্ডল। তাই তাকে নিয়ে অকারণে মজা করা উচিত নয়।

Related posts

করোনার ভ্যাকসিনের দু’‌টি ডোজের মধ্যেকার সময়সীমা নিয়ে বিভ্রান্তি, কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা

News Desk

জাপানিদের মতো সুস্থ শরীরে ১০০ বছর বাঁচতে চান? জানুন তাদের দীর্ঘায়ুর রহস্য।

News Desk

হঠাৎ করেই এই পেট্রোল পাম্পে ১৫ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল! শুনতে পেয়েই জমলো ভিড়

News Desk