Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

কিছুতেই সস্তি মিলছে না দেশের করোনা গ্রাফে, ২৪ ঘণ্টা যেতে না যেতেই আবারও মাথা চাড়া দিয়ে উঠল সংক্রমন

ফের চিন্তা বাড়াচ্ছে ভারতে করোনার দৈনিক সংক্রমণ। কিছুতেই সস্তি মিলছে না দেশের করোনা গ্রাফে। নতুন করে করোনা সংক্রমনের সংখ্যা দেশে ৪০ হাজারের নীচে থাকলেও গত ১ দিনে দেশে নতুন করে আবারও বাড়লো আক্রান্ত এর সংখ্যা। তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় প্রহরের মধ্যে করোনা গ্রাফের মাথা চারা।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭০ জন। শনিবার দেশে ৩৮ হাজার ৬২৮ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান দেশে ৪৪ হাজার ৬৪৮ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা কমবেশি এর আগের দিনের মতোই। এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দেশে ৪২ হাজার ৯৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর আগের দিন অর্থাৎ বুধবারের পরিসংখ্যান বলছে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪২ হাজার ৬২৫ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার যা নেমেছিল ৩০ হাজার ৫৪৯ জনে। সোমবার এই সংখ্যা ছিল ৪০ হাজার ১৩৪। এর আগের দিন অর্থাৎ রবিবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৪১ হাজার ৮৩১ জন। করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৯ লক্ষ ৩৪ হাজার ৪৫৫।

The Best Foods That Are High in Zinc to boost immunity

অন্যদিকে কিছুটা স্বস্তি মিলেছে দেশের দৈনিক মৃত্যুতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান বলছে দেশে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৪৯১। শনিবার ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১৭ জন। শুক্রবার করোনার কারণে মৃত্যু হয়েছে ৪৬৪ জনের। বৃহস্পতিবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩৩ জন। এর আগের দিন অর্থাৎ বুধবার দেশে করোনার কারণে মারা গিয়েছিলেন ৫৬২ জন। তার আগের ২৪ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ৪২২ জন। তার আগের দিন সোমবারও মারা গিয়েছিলেন ৪২২ জন। এর আগের দিন রবিবার করোনা ভাইরাসের কারণে মৃত্যু হয়েছিল ৫৪১ জনের। দেশে এই যাবৎ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লক্ষ ২৭ হাজার ৮৬২ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯১০ জন। শনিবার দেশে সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৭ জন। এর আগের দিন শুক্রবার করোনা থেকে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৯৬ জন। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছিল সেই দিন করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৭২৬ জন। বুধবার সুস্থ হয়েছিলেন ৩৬ হাজার ৬৬৮ জন। এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার সুস্থ হয়েছিলেন ৩৮ হাজার ৮৮৭ জন। তার আগের দিন মানে সোমবার সুস্থ হয়েছিলেন ৩৬ হাজার ৯৪৬ জন। রবিবার সুস্থতার সংখ্যা ছিল ৩৩ হাজার ২৫৮ জন। এখনও পর্যন্ত করোনা ভাইরাস কে প্রতিহত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১০ লক্ষ ৯৯ হাজার ৭৭১ জন।

দেশে মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৬ হাজার ৮২২।

দৈনিক আক্রান্তের নিরিখে দেশে এখনও শীর্ষে রয়েছে কেরল। শেষ পরিসংখ্যান অনুযায়ী কেরলে এক দিনে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৬৭ জন। গত ১ দিনে কেরলে মৃত্যু হয়েছে ১৩৯ জনের।

দেশে এখনও পর্যন্ত করোনা টিকা পেয়েছেন মোট ৫০ কোটি ৬৮ লক্ষ ১০ হাজার ৪৯২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ৫৫ লক্ষ ৯১ হাজার ৬৫৭ জন দেশবাসী। 

Related posts

ফেসবুকে মেঘনা ভেবে মেঘনাদের প্রেমে হাবুডুবু খেলো যুবক! বিয়ে করতে গিয়ে বিপত্তি

News Desk

বিয়ে না করে যৌনতা মানা, ধরা পড়লে মিলবে চরম শাস্তি, সিঙ্গেলদের হুঁশিয়ারি দিল এই দেশ!

News Desk

ওমিক্রণই শেষ নয়, হানা দিতে চলেছে আরও ৫৫ হাজার ভাইরাস!

News Desk