আচমকাই এমন এক দৃশ্য সকলের চোখের সামনে এল যা দেখলে গায়ের রক্ত জল হয়ে যেতে বাধ্য। ইংল্যান্ডের ইয়র্কশায়ার কাউন্টির হাল সিটি। সেখানেই অবস্থিত জেনারেল কবরস্থান। সেখানকার এক দৃশ্যই এক পথচারীর ক্যামেরায় রেকর্ড করা এক ভিডিওর মাধ্যমে ছড়িয়ে পড়েছে সর্বত্র। যেই ভিডিও হঠাৎ দেখলে স্নায়ু দুর্বল মানুষের হাত-পা ঠান্ডা হয়ে যেতে বাধ্য।
দেখা যায় নির্জন এক কবরস্থানে খ্রিস্ট ধর্মে দীক্ষিত সন্ন্যাসিনীর পোশাক পরা এক মহিলার সঙ্গে দু’টি কঙ্কালের নাচছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে দেখা যায় প্রথমে একটি নরকঙ্কালের সঙ্গে নাচছেন ওই সন্ন্যাসিনীর কাপড় পড়া মহিলা। এর কিছুক্ষণ পরেই একটি নরকঙ্কাল রেখে আরেকটি কুকুরের কঙ্কালের সঙ্গেও নাচতে শুরু করেন ওই মহিলা।
ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ঘটনাটি ঘটেছে । হাল জেনারেল সেমেট্রির মধ্যে ঘটেছে এই ঘটনা। এই দৃশ্য দেখে হাড় হিম হয়ে যায় স্থানীয় বাসিন্দাদের। যদিও পরে প্রকাশ পায় আসল কারণ। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এক পথচারী এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। তার পরেই তা ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। সেখানে দেখা যায় প্রথমে একটি নরকঙ্কালের সঙ্গে নাচছেন ওই মহিলা। তার কিছুক্ষণ পরে একটি কুকুরের কঙ্কালের সঙ্গেও নাচতে দেখা যায় তাঁকে। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এই ছবি নিজের ক্যামেরায় তুলে নেন এক পথচারী।
সোশ্যাল মিডিয়ায় ওই ছবি পোস্ট করে ওই ব্যক্তি ক্যাপশনে লেখেন, ‘‘ এমন অদ্ভুত দৃশ্য দেখে কবরস্থানের বাইরে ভিড় জমায়ে ফেলেন অনেক মানুষ। সবাই এই দৃশ্যের ছবি তুলতে থাকেন।’’
সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তি পরে জানান, যদিও সন্ন্যাসিনীর পোশাক পড়া ওই মহিলা আসল কঙ্কাল নিয়ে নাচছিলেন না। কঙ্কালগুলি কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। কোনও একটি অনুষ্ঠান বা দৃশ্যকে ফুটিয়ে তোলার অঙ্গ হিসাবেই অভিনয় করছিলেন ওই মহিলা। ওই মহিলা যে আদপে সত্যিকারের সন্ন্যাসিনী নন সেটাও জানান ওই ব্যক্তি। এই প্রতিবেদনটি বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে।
প্রসঙ্গত ১৮৪৭ সালে তৈরি হয়েছিল ইয়র্কশায়ার কাউন্টির হাল জেনারেল সেমেট্রি বা কবরস্থান। ১৯৭২ সালে এই কবরস্থান বন্ধ হয়ে পরিত্যক্ত হয়ে যায়। কিন্তু তার পরেও শহরের একটি গুরুত্বপূর্ন এবং বিখ্যাত ঐতিহাসিক স্থান হচ্ছে এই হাল কবরস্থান। এ বার সেখানেই এই ঘটনা ঘিরে বেশ শোরগোল হল।