Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

প্রথম কন্ডোম কিনতে গিয়ে এভাবেই হেলমেটের মুখ ঢেকেছিলেন ! জানালেন বলিউড অভিনেতা

নিজের জীবনের প্রথম কন্ডোম কিনেছিলেন কলেজে পড়ার সময়৷ এবং তা কিনতে আড়াল রেখেছিলেন নিজের মুখ, হেলমেটে ঢেকে! নিজের জীবনের বিষয়ে এই স্বীকারোক্তি করেন বলিউড অভিনেতা অপারশক্তি খুরানা(Aparshakti Khurana)৷ সম্পর্কে তিনি আয়ুষ্মান খুরানার ভাই এবং নিজের অভিনয় প্রতিভার কারণে বেশ প্রশংসিতও বটে। কন্ডোম কেনার প্রসঙ্গে তিনি খোলসা করেন নিজের জীবনের এই সিক্রেট। জানান কলেজে পড়ার সময় কম বয়স হওয়ার ফলে খুব একটা সাহসও ছিল না৷ তাই তো কন্ডোম(Condom) কিনতে গিয়ে বেশ বিব্রত আর অপ্রস্তুত হয়েছিলেন৷ যদি কেউ দেখে ফেলেন। তাই হেলমেটে মুখ লুকিয়ে কিনতে গিয়েছিলেন কন্ডোম৷ হঠাৎ এই প্রসঙ্গে কথা উঠলো কি করে। আসলে নিজের সিনেমা হেলমেটের প্রচারে এসে নিজের জীবনের এক বাস্তব ঘটনা সামনে আনলেন অভিনেতা৷ এক সর্বভারতীয় সংবাদপত্রে দেওয়া এক সাক্ষাৎকারের সময় তিনি জানান যে হেলমেট সিনেমাটি যেন তাঁরই বায়োপিক (Biopic)! হেলমেট সিনেমাটি (Helmet Bollywood Movie) মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে এবং এই ছবির মূল বিষয়ই হল কন্ডোম নিয়ে সচেতনতা বৃদ্ধি৷ অপারশক্তি খুরানার এই ছবি দেখা যাচ্ছে Zee5-এ। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন প্রনাউটন বাহল (Pranutan Bahl)।

তার সিনেমায় দেখা যাচ্ছে কন্ডোম বেচা কেনা হচ্ছে হেলমেট পড়ে। এই বিষয়ে অপারশক্তি একটা মজার স্মৃতি বলেন ‘সেই সময়ে ডেলিভারি দিতে ছেলেরা হেলমেট পরে বাইক নিয়ে আসত। ওরা ব্যাস্ততার জন্য অনেক সময় হেলমেট না খুলেই কোনও রকমে জিনিস ডেলিভারি দিয়েই চলে যেত। ওদের দেখাদেখি আমার মাথায় একটা বুদ্ধি আসে। দোকানের সামনে গিয়ে বাইক পার্ক করে হেলমেট না খুলেই ছল ব্যাস্ত দেখিয়ে দোকানে চলে গেলাম। কন্ডোম নিয়ে চলে এলাম। তখন বুঝিনি ভবিষ্যতে নিজের অভিনীত কোনো সিনেমার দৃশ্যেও এই সিন আমায় ফুটিয়ে তুলতে হবে! একটাই পার্থক্য। তখন নিজে হেলমেট পরে কন্ডোম কিনতে গেছিলাম, আর এই ছবিতে কন্ডোম বিক্রি করছি হেলমেট পরে।’

ছবি নিয়ে কথা বলতে গিয়ে মজার ছলে আড্ডার ফাঁকে অভিনেতা অপারশক্তি বলেন, ‘এটা বেশ অদ্ভূত না? একই সপ্তাহে আমার প্রায় দুই সন্তানের জন্ম হল। একটি হল আমার সন্তান সম এই সিনেমা যা কন্ডোমের গুরুত্ব নিয়ে কথা বলে, আবার আমার নিজের মেয়েও জন্মালো। কিন্তু একটা কথা বলে রাখা বেশ প্রয়োজন। আমার বিয়ে হয়েছে ৭ বছর। নিজের সন্তানকে এই পৃথিবীর আলো দেখানোর সিদ্ধান্ত এর আগে আমরা গর্ভনিরোধক সেফ সেক্সই করতাম। নিজেদের প্রফেশনাল এবং ব্যক্তিগত জীবনের সুরক্ষা নিশ্চিত হয়ে তবেই সন্তানের কথা ভেবেছি। তার প্রতিও আমাদের কিছু দায়িত্ত্ব আছে।’

সেক্স, কন্ডোম ইত্যাদি সমাজের প্রয়োজনীয় কয়েকটি বিষয় নিয়ে এখনও অনেকের সরাসরি মুখ খুলতে রয়েছে আপত্তি। এমনকী এই সব বিষয়ে খোলামেলা আলোচনাও হয় কম৷ ফলে মানুষের মধ্যে সচেতনতার অভাব আছে৷ কন্ডোম ব্যবহার, তার উপযোগিতা ও প্রয়োজনীয়তা (Use and need of Condom) নিয়ে আগেও ছবি তৈরি হয়েছে বলিউডে৷ এবারেও আবার যে সিনেমা এসেছে তার নাম হেলমেট৷ মজার মোড়কে সেক্স সম্পর্কিত সচেতনতার বার্তা দিতে চেয়েছেন পরিচালক সতরাম রমানি (Satram Ramani) ।

Related posts

একসময় হারিয়ে ফেলেছিলেন যৌন আগ্রহ, সেই সময় সইফের কি প্রতিক্রিয়া ছিল, জানালেন কারিনা কাপুর খান

News Desk

অবিশ্বাস্য! এত টাকার মাস্ক পরেন করিনা কাপুর! দাম জেনে চমকে উঠবেন আপনিও

News Desk

স্বামী মৃত বহুদিন ! তবু আজও কার জন্য সিঁথিতে সিঁদুর পরেন রেখা, প্রকাশ্যে এলো আসল কারণ

News Desk