Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ভয়াবহ ভূমিধস হিমাচলে, ধ্বংসস্তুপে নিচে চাপা পড়ল যাত্রীবাহী বাস। পাথরের নিচে নিখোঁজ অন্তত ৪০ জন!

হিমাচল প্রদেশে ফের ভয়াবহ ধস(Landslide in Himachal Pradesh)। কিন্নর এলাকায় একটি যাত্রীবাহী বাস, একটি লরি এবং একাধিক গাড়ি পাহাড় থেকে ভেঙে পড়া বড় বড় পাথরের চাঁইয়ে চাপা পড়ল। ঘটনায় অন্তত নিখোঁজ ৪০-৫০ জন এখনও। মৃত্যুর আশঙ্কা করা হয়েছে অনেকেরই। যখন হিমাচল প্রদেশ পরিবহণ দফতরের বাস রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ধস নামে বলে খবর। পুলিশের ডেপুটি কমিশনার আবিদ হুসেন সিদিক জানিয়েছেন,“গোটা বাসটি ধসে চাপা বড়ে গিয়েছে”।

যেন প্রকৃতির রোষ যে ভয়ঙ্কর আকার নিয়েছে হিমাচল প্রদেশে। প্রায় ভূমিধস হয় হিমাচলের এই জেলায়। এখানে একাধিক জনের মৃত্যু হয়েছিল গতমাসেই। হড়পা বান,পাহাড়ে একের পর এক ধস নামছে। একাধিক প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে হিমাচল প্রদেশে গত এক মাসে। ফের ধস নামল। ভয়াবহ ধস নেমেছে হিমাচল প্রদেশের কুন্নুরে সিমলা হাইওয়েতে। তিনি দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ ধস নামে বলে জানিয়েছেন। আইটিবিপির জওয়ানরা উদ্ধারকাজে হাত লাগিয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনকে উদ্ধারকাজে হাত লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন। সেখানে এনডিআরএফের একটি দলও গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন।

স্থানীয় সূত্রে খবর, রাজ্য পরিবহণ দফতরের ছিল বাসটি। সেটি হরিদ্বারের দিকে যাচ্ছিল। বেলা ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে সিমলা থেকে ১৬৩ কিলোমিটার দূরে কিন্নর জেলার ছাউরায়। ধসের সময় কোনও ভাবে ঝাঁপ দিয়ে বেরিয়ে আসেন চালক। তিনি প্রাণে বেঁচে যান। তাঁকে পরে উদ্ধার করা হয়। ধসের ফলে ৫ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন,বিভিন্ন গাড়িতে আটকে থাকা যাত্রীরা সাহায্যের জন্য আর্তনাদ করছেন । উদ্ধারকার্য ইতিমধ্যে শুরু হয়েছে। তবে পরিস্থিতি খারাপ হওয়ায় উদ্ধার কার্য বাধা পাচ্ছে। এখনও পাথর পড়ছে পাহাড় থেকে।

সামনে এসেছে গোটা ঘটনার ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, রাস্তার উপর একের পর এক পাথর পড়ছে। আর বাস-সহ একাধিক গাড়ি তার জেরে আটকে পড়েছে।

Related posts

কুকুরের মত ঘেউ ঘেউ করাই এই তরুণীর কাজ। এতেই বছরে সাত কোটি টাকা আয় করলেন ইনি

News Desk

করোনা কেসে বাড়বাড়ন্ত, ২৪ ঘন্টা যেতে না যেতেই সংক্রমণ বাড়লো উল্লেখযোগ্যভাবে

News Desk

অভিনব! স্বামীকে ‘ভাগাভাগি’ করে নিলেন দুই সতীন! কার ভাগে কতোটা পড়ল, জানুন পুরো বিষয়টা

News Desk