সম্প্রতি দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতে পালিত হল আদি অমাবাসাই উৎসব। আর এই উৎসব উপলক্ষেই এক আশ্চর্য রীতির কথা সামনে এসেছে। কেজি কেজি লঙ্কার গুঁড়োয় স্নান করলেন এক পুরোহিত। কিন্তু এমন রীতির কারণটা কি?
আদি আমাবসাই (Aadi Amavasai) উৎসবটি মুলত পালিত হয় তামিলনাড়ু (Tamil Nadu), অন্ধ্রপ্রদেশের একাংশ, কর্নাটক এবং তেলেঙ্গানায়। দক্ষিণ ভারতীয়দের কাছে এটি একটি বিশেষ দিন। আদি আমাবসাই থেকে শুরু হয় তামিল ক্যালেন্ডারের নতুন চান্দ্র মাসের। আর এই দিনটি উদযাপন করা হয় সমস্ত অশুভ শক্তিকে দূর করে দিতে। তাই অশুভ শক্তিকে দূরে রাখতেই তামিলনাড়ু রাজ্য -এর ধরমপুরীতে যে দৃশ্য দেখা গেল, তা কার্যত অভাবনীয়। এই বছরে এক বিশেষ উপায়ে এই পূণ্য দিনটিতে লঙ্কার গুঁড়োয় স্নান করলেন ধরমপুরীর নাদাপানাহাল্লি গ্রামের এক মন্দিরের পুরোহিত। আর অল্প সল্প নয় প্রায় ১০৮ কেজি লঙ্কার গুঁড়ো জলে গুলে সেই জলই গায়ে ঢাললেন তিনি।
এই আদি আমবাসাইয় এর দিনে পূণ্য স্নান করে অশুভ শক্তিকে দূরে সরানোর রীতি প্রচলিত রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। প্রত্যেক বছর তামিলনাড়ুর ধরমপুরীর নাদাপানাহাল্লির একটি মন্দিরে আদি আমবাসাইয় এই শুভ দিন পালন হয় মহাসমারোহে। ধুমধাম করে গ্রামবাসীরা গ্রামের দেবতা পেরিয়া কারুপ্পাস্বামীর পুজোর আয়োজন করে। তার পুজোয় আবশ্যিক দুটি উপকরণ হল দুধ ও লঙ্কা গুঁড়ো। মদ এবং সিগারেটও দেওয়া হয় দেবতা পেরিয়া কারুপ্পাস্বামীর পুজোর নৈবেদ্যতে। প্রতি বছরের মত এই বছরও তার ব্যতিক্রম হয়নি। এই বারও গ্রামের বাসিন্দারা এই ধরনের উপকরণ দিয়ে পুজো দেন দেবতাকে।
ধরমপুরীর নাদাপানাহাল্লির কারুপ্পাস্বামীর মন্দিরের পুরোহিত গোবিন্দনও এই আদি আমাবসাই উপলক্ষে রীতি মেনে ভক্তদের নানা সমস্যার কথাও শোনেন। এছাড়াও এই পুজো ঘিরে আরও অনেক আচার পালন প্রথা চলে। এরপরই এই লঙ্কা যজ্ঞের রীতি পালন করেন পুরোহিত। লঙ্কা যজ্ঞের রীতি অনুযায়ী প্রায় ১০৮ কেজি লঙ্কাগুঁড়ো মেশানো টকটকে লাল জল ঢালা হয় পুরোহিতের গায়ে। বিশ্বাস করা হয়, পুরোহিত এই ভাবে লঙ্কা স্নান করলে নাকি অশুভ শক্তির ছায়া জীবন থেকে দূর হয় ও ফেরে সৌভাগ্য।
এই ছবি সামনে আসতে পুরোহিতের ধৈর্য্য ক্ষমতায় স্তম্ভিত সকলেই। লঙ্কার গুঁড়োর ঝাঁঝ এতটাই বেশি ছিল যে পুরোহিতের স্নান করার সময় আশেপাশে দাঁড়াতে ভীষণ সমস্যায় পড়ছিলেন ভক্তরা। অথচ পুরোহিত একেবারে শান্তভাবে পুরো রীতি পালন করে স্নান করেন। এই স্নান শেষ হতে না হতেই তাঁকে জল ঢেলে স্নান করান ভক্তরা। যাতে তাঁর গা থেকে লঙ্কার গুঁড়ো পরিষ্কার হয়ে যায়। এর ফলে পুরোহিত কোনও সমস্যায় পড়েন না।